বাবার উপরেও ‘টেম্পার’ নেয় ছেলে, তৃষাণজিৎকে নিয়ে ঘরোয়া কথা ফাঁস করলেন প্রসেনজিৎ!

বাংলাহান্ট ডেস্ক: পর্দায় এক মেয়ের বাবা হলেও বাস্তবে প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের (Prosenjit Chatterjee) জীবন জুড়ে তাঁর ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ‍্যায় (Trishanjit Chatterjee)। তৃতীয় স্ত্রী অর্পিতা চট্টোপাধ‍্যায়ের সঙ্গে বিয়ের পর জন্ম তৃষাণজিতের। বাবার আদরের ছেলে এখন বিদেশে পড়াশোনা করছেন। আর ছুটিছাটা পেলেই কলকাতায় এসে কাটিয়ে যান পরিবারের সঙ্গে।

টলিউডের ‘ইন্ডাস্ট্রি’কে বেশ অন‍্য রকম একটি চরিত্রে দেখা যাবে ‘আয় খুকু আয়’ (Ay Khuku Ay) ছবিতে, যা আগে হয়তো কখনোই দেখা যায়নি। এক মেয়ের সিঙ্গল ফাদারের চরিত্রে অভিনয় করছেন তিনি। আর সেই ছবি সম্পর্কে কথা বলতে গিয়েই রিল ও রিয়েল কোথাও একটা গিয়ে এক হয়ে গিয়েছে প্রসেনজিতের কাছে।

c6f9ba05e4966dc51011ce7b5bef6be8 original
বাস্তবেও তো তিনি সন্তানের বাবা। ট্রেলারে এক জায়গায় দেখা গিয়েছে রেগে গিয়ে বাবার উপরে চোটপাট করছে মেয়ে খুকু অর্থাৎ দিতিপ্রিয়া রায়। একটা সময় ছেলেমেয়েরাই বাবা মায়ের অভিভাবক হয়ে ওঠে। তৃষাণজিতের কাছেও কি বকাঝকা খেতে হয় ‘ইন্ডাস্ট্রি’কে?

টলিউড ফোকাস কলকাতার সঙ্গে সাক্ষাৎকারে অকপট প্রসেনজিৎ, “বকাঝকা ঠিক না করলেও টেম্পার তো নেয় মাঝে মাঝেই”। তখন নাকি তিনি চুপ করে যান। স্ত্রী অর্পিতা চট্টোপাধ‍্যায় এসে পরিস্থিতি সামলান। তারপর ছেলের মাথা ঠাণ্ডা হলে তখন বিষয়টা ভাল ভাবে বোঝান প্রসেনজিৎ যে কেন তিনি আপত্তি করেছিলেন।

অভিনেতা বলেন, বাবা মা দের উচিত ছেলে মেয়েরা বড় হয়ে গেলে তাদের দৃষ্টিভঙ্গিটাকেও সম্মান করা। তারপর তাদের বোঝানো যে তাদের সামনে দুটো রাস্তাই খোলা রয়েছে। কোনটা বেছে নেবে সেটা তাদের উপরে।

প্রসঙ্গত, সম্প্রতি স্টার থিয়েটারে মুক্তি পেয়েছে আয় খুকু আয় ছবির ট্রেলার। ছবির গল্প বাবা মেয়েকে নিয়ে। ছবির নির্মল মণ্ডল ‘সিঙ্গল ফাদার’। মেয়ে ‘বুড়ি’কে একাই বড় করে তুলবেন তিনি, পৌঁছে দেবেন বিয়ের পিঁড়িতে। আগামী ১৭ জুন মুক্তি পেতে চলেছে ‘আয় খুকু আয়’।


Niranjana Nag

সম্পর্কিত খবর