অঙ্কুশ তো কোন ছাড়, গলে গেলেন প্রসেনজিৎও! পূজার জন্য নিজের কড়া নিয়ম ভাঙলেন ‘ইন্ডাস্ট্রি’

বাংলাহান্ট ডেস্ক: পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee), নামটা টলিউডে যতটা জনপ্রিয়, বলিউডেও তেমনি। বাংলা ছবি থেকে প্রাথমিক ভাবে জনপ্রিয়তা পেলেও হিন্দি ইন্ডাস্ট্রিতেও বেশ জমিয়ে বসেছেন তিনি। তবে সেখানে ছোটপর্দাতেই পরিচিতি পেয়েছেন পূজা, সিনেমায় এখনো পর্যন্ত ডেবিউ করা হয়ে ওঠেনি তাঁর। দীর্ঘদিন পর টলিউডেও দেখা যেতে চলেছে পূজাকে।

ফের এক বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। বিপরীতে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। মাঝে বেশ কয়েক সপ্তাহ তাঁকে জি বাংলার ডান্স বাংলা ডান্সে অতিথি বিচারক হিসেবে দেখা গিয়েছিল। সঞ্চালক অঙ্কুশ হাজরার সঙ্গে তাঁর খুনসুটি সে সময়ে নজর কেড়ে নিয়েছিল দর্শকদের।

puja banerjee

তবে এখন মৌনি রায় ফিরে আসায় আবার মুম্বইয়ে ফিরে গিয়েছেন পূজা। সম্প্রতি তাঁর মুম্বইয়ের বাড়িতে অতিথি হয়ে গিয়েছিলেন প্রসেনজিৎ। ইন্ডাস্ট্রিকে কীভাবে আপ্যায়ন করলেন পূজা, সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। আর সেখান থেকেই জানা গেল, পূজার জন্য নিজের নিয়মও ভেঙে ফেলেছেন প্রসেনজিৎ।

আসলে ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যায়, প্রসেনজিৎ নাকি বেশ কড়া ডায়েট মেনে চলেন। শশা আর টক দই নাকি সাধারণত খেয়ে থাকেন তিনি। কিন্তু পূজার জন্য নিজের নিয়ম ভাঙলেন ইন্ডাস্ট্রি। অভিনেত্রীর শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে, প্রসেনজিতের সামনে টেবিলে সাজানো ভাত এবং আরো হরেক পদ।

https://www.instagram.com/p/Cr5PjZ4Ov__/?igshid=NTc4MTIwNjQ2YQ==

পোস্টটি শেয়ার করে পূজা লিখেছেন, ‘আমাদের বাড়িতে আতিথ্য গ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। আশা করি পরের বার তোমার জন্য আরো অনেক কিছু রাঁধতে পারব। খুব সুন্দর সন্ধ্যা কাটালাম’। পূজার সঙ্গে এদিন দেখা গেল তাঁর স্বামী কুণাল ভার্মা এবং অভিনেত্রী মোনালিসাকেও।

প্রসঙ্গত, আবারো টলিউডে কামব্যাক করছেন পূজা। তাও আবার বেশ বড়সড় প্রোজেক্ট নিয়ে। এবার প্রসেনজিতের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ছবির পরিচালক রাজা চন্দ। তবে ছবির নাম এখনো ঠিক হয়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর