বাংলাহান্ট ডেস্ক: সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Soumitra Chatterjee) ছাড়া দু বছর পূর্ণ করে ফেলল টলিউড ইন্ডাস্ট্রি। ২০২০ সালের ১৫ নভেম্বর, অভিশপ্ত দিনটাতেই এসেছিল দুঃসংবাদটা। পরপারে গমন করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে অভিভাবকহীন করে দিয়ে চলে গিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যু সংবাদ শোক বিহ্বল করে তুলেছিল ইন্ডাস্ট্রির প্রতিটা মানুষ তথা অগুন্তি ভক্তকে।
মঙ্গলবার ছিল প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। এদিন প্রিয় সৌমিত্র কাকুর জন্য টুইটারে একটি খোলা চিঠি লেখেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছিলেন দুজনে। এই দিনটায় আরো অনেকের মতোই মন স্মৃতিতে ভারাক্রান্ত হয়ে উঠেছিল প্রসেনজিতের।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’। সঙ্গে তিনি লিখেছেন, ‘সিনেমাপ্রেমী প্রতিটি মানুষ তোমায় কতটা মিস করে, তা আমার বলার অপেক্ষা রাখে না। তোমার সাথে নতুন কোনো সিনেমার সেটে দেখা হবে না, কোনো কাজ নিয়ে আড্ডা হবে না.. সত্যি বলছি, আজও মন থেকে মেনে নিতে পারি না। তোমার মতো একজন পথপ্রদর্শকের অভাব প্রতিনিয়ত অনুভব করি সৌমিত্র কাকু..তুমি তো জানোই। ভালো থেকো।’
প্রসঙ্গত, ২০২০ র ১৫ নভেম্বর সকালে বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়পাধ্যায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। করোনা মুক্ত হয়ে বাড়ি চলে যাওয়ার পর নতুন করে অসুস্থ হয়ে পড়েন তিনি। ফের হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই প্রয়াত হন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
ভালো থেকো।
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) November 15, 2022
তাঁর মরণোত্তর দুটি ছবি মুক্তি পায়। ‘বেলাশুরু’ এবং ‘অভিযান’ । প্রথম ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ এবং নন্দিতা জুটি আর দ্বিতীয় ছবিটিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় কাজ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।