৬১ বছরে ‘সন্তানসুখ’! মুখে মুখ ঘষে একরত্তিকে কোলে নিয়ে কি বললেন প্রসেনজিৎ?

বাংলা হান্ট ডেস্ক: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) কোলে একরত্তি শিশু। ঠিক যেন তুলোর মত নরম তুলতুলে ছোট্ট একটা পুতুল। তাকেই  জড়িয়ে ধরে কতই না আদর করছেন টলিউডের (Tollywood) সুপারস্টার। এখন প্রশ্ন হল কে এই খুদে? আসলে সোশ্যাল মিডিয়ার ভাইরাল এই এই স্টারকিডের সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) মামা ভাগ্নে সম্পর্ক।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) কোলে কে এই একরত্তি শিশু?

হ্যাঁ ঠিকই ধরেছেন এই খুদে আসলে ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ওরফে মোহর আর দুর্নিবারের (Durnibar) ছেলে ধিয়ান (Dhiyan)। আসলে আপ্ত সহায়ক ঐন্দ্রিলাকে প্রসেনজিৎ নিজের বোনের মতোই ভালোবাসেন।  কদিন আগেই ছিল তাঁর ছেলের অন্নপ্রাশন। প্রসঙ্গত দুর্নিবার আর মোহরের বিয়ের অনুষ্ঠানেও প্রসেনজিৎ ঠিক একইরকম ভাবে বরকর্তা হয়ে সামলে  ছিলেন গোটা অনুষ্ঠান।

এই দিনও তেমনি ধিয়ানের  অন্নপ্রাশনের এক ঝাঁক টলিউড তারককার সাথেই হাজির ছিলেন খোদ বুম্বাদাও। ২৮ জুলাই সমস্ত নিয়ম মেনেই আয়োজন করা হয়েছিল ধিয়ানের মুখেভাত। এরপর ৪ আগস্ট একডালিয়ার একটি ব্যাঙ্কোয়েটে ধুমধুম করে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল মোহর দুর্নিবারের ছেলের অন্নপ্রাশনের।

আরও পড়ুন: আরও একটা নতুন সিরিয়াল! যৌথ পরিবারের গল্প নিয়ে হাজির ‘মধুর হাওয়া’

সেখানেই এদিন পাঞ্জাবি পরে বাঙালিবাবু সেজে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ। ভাগ্নে ধিয়ানকে কোলে নিয়ে তার আদর করার ভিডিও আগেই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর এবার ছেলের সাথে প্রসেনজিতের আরও একটি আদুরে  ছবি শেয়ার করেছিলেন খোদ মোহর।

Prosenjit 3

সেই ছবির ক্যাপশনে এদিন তিনি লিখেছিলেন, ‘যেন কিছু মনে করোনা কেউ যদি কিছু বলে।’  ঐন্দ্রিলার এই পোস্টটাই আবার শেয়ার করে নিয়েছিলেন প্রসেনজিৎ।   সেখানে এদিন উপচে পড়ে নেটিকেন্দ্রের মন্তব্য। কেউ লিখেছিলেন, ‘চোখেমুখে সন্তানসুখ।’  আবার কেউ লিখেছেন, ‘কি মিষ্টি হয়েছে বাচ্চাটা।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর