বাড়িতে দেহ ব্যবসা নিয়ে অভিযোগ স্বামী- স্ত্রী বিরুদ্ধে

স্বামী স্ত্রীর বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ । ঘটনাটি ঘটেছে কোচবিহার দু নম্বর ব্লকের ডুমুর পাড়া এলাকায় । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওনেক বছর বছর ধরেই এই বাড়িতে দেহ ব্যবসা চালানো হচ্ছিল, তবে তাদের হাতে কোন প্রমাণ না থাকায় তারা পুলিশের কাছে কিছু জানাতে পারেনি।

AP 1তবে এইভাবে দিনের পর দিন কেন দেহ ব্যবসা চলছিলো এবং কেন চালাচ্ছিলেন এই কাজ তার কোনও খোজ মেলেনি। তবে সুত্রের খবর অনু যায়ি তাদের সাথে আরো অনেকেই এই কাজে জড়িত ছিলেন। তবে তারা কারা সেটা জানতে গিয়ে জানা গেছে যে কিছুদিন আগে অরুনাচল থেকে  দুজন মহিলা কে কাপড়ের দোকানে কাজ দেওয়ার নামে সেখানে আনা হয় এবং তারপর তাদেরকে দেহ ব্যবসার কাজে নিযুক্ত করা হয়।

তাদের মধ্যে একজন এ কাজ করতে না চাইলে তাকে মারধর করা হয়।  এরপর তাদের হাতেনাতে ধরে পুলিশ। পুলিশ এই বিষয় নিয়ে এখনো তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে এর পেছনে আর কনো কারুর হাত আছে কিনা সেটাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।

 

সম্পর্কিত খবর