বর্ণবৈষম্যের বিরুদ্ধে গর্জে ওঠে কড়া বার্তা দিলেন প্রোটিয়া অধিনায়ক ফাফ দু-প্লেসি।

কয়েকদিন আগেই কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লুয়েডের মৃত্যু ঘটেছিল মার্কিন পুলিশের অত্যাচারের ফলে। সেই ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। তারপরই ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল বর্ণ বৈষম্যের বিভাজন। প্রতিবাদে গর্জে উঠেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সেই সাথে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল প্রোটিয়া ক্রিকেটারদেরও।

এবার বর্ণবৈষম্যের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক ফ্যাফ দু-প্লেসি। বর্ণবৈষম্যের বিরুদ্ধচারণ করে ইনস্টাগ্রামে একটা খোলা চিঠি লিখে ফেললেন দু-প্লেসি। সেই চিঠি সারমর্ম ছিল, “আমি বলছি যতদিন না পর্যন্ত কৃষ্ণাঙ্গ মানুষদের গুরুত্ব দেওয়া হবে, ততদিন পর্যন্ত কোনও জীবনেরই গুরুত্ব নেই।”

   

IMG 20200718 092823

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে সাদা কালো বিভেদ নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই এই সাদা- কালোর বিভেদের জন্য উত্তাল হয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। কয়েক দিন আগেই দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডি “ব্ল্যাক লাইভস ম্যাটার” নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য বলেছিলেন। তারপরে লুঙ্গি এনগিডিকে দেশীয় বেশ কয়েকজন ক্রিকেটারের কাছেই সমালোচনার মুখে পড়তে হয়। তবে এবার দক্ষিণ আফ্রিকার 30 জন প্রাপ্তন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার একযোগ হয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে সাদা কালো বিভেদ নিয়ে কড়া চিঠি দিয়েছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর