BBC তথ্যচিত্র বিরোধী উষ্ণতার আঁচ আমেরিকাতেও! বিক্ষোভ পদযাত্রার আয়োজন করল একাধিক প্রবাসী সংগঠন

বাংলা হান্ট ডেস্ক : ইন্ডিয়া : দ্য মোদি কোয়েশ্চেন (India : The Modi Question) তৈরি বেশ বিপাকে বিবিসি (BBC)। ঘরে বাইরে সমালোচনার মুখে পড়তে হচ্ছে এই ব্রিটিশ সংবাদ সংস্থাকে। এবার বিবিসি বিরোধী বিক্ষোভের ঢেউ পৌঁছে গেল মার্কিন মুলুকেও। গত ২৯ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে এই তথ্যচিত্রের বিরুদ্ধে দেখানো হল তীব্র বিক্ষোভ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৯ জানুয়ারি রবিবার আমেরিকার সান ফ্রান্সিসকোর ফ্রেমন্ট স্ট্রিটে ৫০ জনের একটি দল ‘ইন্ডিয়ান ডায়াসপোরা’-র ব্যানারে একটি বিক্ষোভ পদযাত্রার আয়োজন করে। তাঁদের স্লোগান ছিল, ‘বিবিসির পক্ষপাতদুষ্ট তথ্যচিত্রকে নিষিদ্ধ করা হোক।’ যুধাজিৎ সেন মজুমদার, শুভজিৎ বন্দোপাধ্যায়ের প্রবাসী ভারতীয়রা দাবি করেন বিবিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা ভারতীয়দের সম্মানহানির জন্য সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এই তথ্যচিত্র বানিয়েছে। দ্য মোদি কোয়েশ্চেনকে সরকারি ভাবে বর্জন করতে হবে।

untitled 2

বিশেষ সূত্রে খবর, এফওজি বেঙ্গল, এনআরআইস ফর বেঙ্গলের মতো একাধিক প্রবাসী বাঙালিদের সংগঠন অংশ নেয় এই পদযাত্রায়। বিক্ষোভে অংশগ্রহণকারী ব্যক্তিদের মুখে শোনা যায় বিবিসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ। তাঁরা স্লোগান দিতে থাকেন, ‘পক্ষপাতদুষ্ট বিবিসি’, ‘বর্ণান্ধ বিবিসি’ বলে। এমনকি তাঁরা পরিবর্তন করে দেন বিবিসির সম্পূর্ণ নামও। তাঁদের মতে বিবিসির অর্থ হল ‘বোগাস ব্রডকাস্টিং করপোরেশন’।

ইন্ডিয়ান ডায়াসপোরা সংগঠনের তরফ থেকে তীব্র সমালোচনা করা হয় এই তথ্যচিত্রের। এই সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরিত্রকে বদনাম করার জন্যই ইন্ডিয়া : দ্য মোদি কোয়েশ্চেন বানিয়েছে বিবিসি। ইন্ডিয়ান ডায়াসপোরা এই তথ্যচিত্রকে বর্জন করার দাবি জানাচ্ছে।’ তাঁরা আরও দাবি করেন বিবিসি ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বে। মার্কিন মুলুকে এই প্রতিবাদ বিবিসির বিরুদ্ধে কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটাই এখন দেখার।


Sudipto

সম্পর্কিত খবর