‘মুখ ঢাকব না”, তালিবানি ফতোয়ার বিরুদ্ধে জেহাদ ঘোষণা আফগান মহিলাদের! চলছে বিক্ষোভ

বাংলাহান্ট ডেস্ক : কোনও মতেই প্রকাশ্যে মুখ দেখানো যাবে না। রাস্তায় বেরোলে বাধ্যতামূলক ভাবে মুখ ঢাকতে হবে মহিলাদের। গত শনিবার থেকে আফগানিস্তানে এহেন ফতোয়া জারি করেছে তালিবান। নিয়ম না মানা হলে কড়া শাস্তির কথাও বলা হয়েছে। কিন্তু সেই নিয়ম মানতে মোটেই রাজি নন আফগান মহিলারা। দিব্যি মুখ খুলেই রাস্তায় ঘুরছেন তাঁরা। একই সঙ্গে তালিবানের এহেন ফতোয়ার বিরুদ্ধে বিক্ষোভ অবধি দেখানো হয়েছে একাধিক জায়গায়।

সম্প্রতি এই মুখ ঢাকার ফতোয়া জারি করেছে তালিবান। আফগানিস্তানের তালিবান সরকারের তরফে বলা হয়েছে, মহিলারা মুখ না ঢেকে রাস্তায় বেরোলে ওই মহিলার পরিবারের কোনও এক পুরুষ সদস্যকে শাস্তি পেতে হবে। এমনকি বাড়ির মহিলাদের মুখ দেখানোর অপরাধে হাজতবাস অবধি করতে হবে পারে পুরুষদের।

স্বভাবতই এহেন ফতোয়া মানতে রাজি নন আফগান মহিলারা। এই নয়া নিয়ম জারি করার পর থেকেই কাবুল সহ একাধিক জায়গায় বিক্ষোভ দেখান আফগান নারীরা। এমনই এক বিক্ষোভকারী মহিলার কথায়, ‘আমরাও মানুষ। আমাদের যোগ্য সম্মান চাই। আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই। কৃতদাসী হয়ে ঘরের কোনায় পড়ে থাকতে রাজি নই আমরা।’

যদিও সেদেশের সর্বত্র অবশ্য এতখানি সাহসী হয়ে উঠতে পারেননি মহিলারা। কিছু জায়গায় প্রতিবাদের ছবিটা স্পষ্ট হলেও অধিকাংশ জায়গাতেই এখনও রয়েছে চাপ চাপ অন্ধকারই। ভয়ে মুখ খোলা তো দূর, বাড়ি থেকে বেরোনোরই সাহস পাচ্ছেন না মহিলারা।

নব্বুইয়ের দশকে গোটা আফগানিস্তানে জারি ছিল আফগান শাসন। এরপর আবারও গত বছর অগষ্ট মাসে আফগানিস্তানের দখল নেয় জঙ্গি সংগঠন তালিবান। এরপর থেকেই মহিলাদের উপর জারি করে চলেছে একের পর এক ফতোয়া। কার্যতই নারী স্বাধীনতা শব্দটিই অস্তিত্বহীন আফগানিস্তানে। এরপর এহেন নতুন ফতোয়ার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে। একটি গোটা দেশে মহিলাদের উপর এহেন অত্যাচারে মানবাধিকার নিয়েও উঠছে প্রশ্ন। এই বিষয়ে আজই বৈঠকে বসবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর