ডায়মন্ড হারবারে তৃণমূল বিধায়কের বাড়ি ঘিরে ফেলল জনতা! ক্ষোভে সামিল দলীয় কর্মীরাও

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) পূর্বে ফের একবার প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীকোন্দল। এবার ডায়মন্ড হারবারে (Diamond Harbour) তৃণমূল বিধায়কের (TMC MLA) বাড়ি ঘেরাও করল দলেরই কর্মীরা। চলল তুমুল বিক্ষোভ প্রদর্শন। জানা গিয়েছে, ডায়মন্ড হারবারে তৃণমূল বিধায়ক পান্নালাল হালদারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভে সামিল হন দলেরই একাংশ। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

কী অভিযোগ বিক্ষোভকারীদের? তাঁদের অভিযোগ, সদ্য চালু হওয়া দিদির সুরক্ষাকবচ কর্মসূচি নিয়ে স্থানীয় দলীয় নেতৃত্বের সাথে পক্ষপাতিত্ব করছেন বিধায়ক পান্নালাল হালদার। তাঁদের কথা, যেখানে মমতা বন্দোপাধ্যায় সহ অভিষেক বন্দোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে এলাকার সমস্ত নেতাদের সাথেই নিয়েই একজোটে কাজ করতে হবে সেখানে এই তৃণমূল বিধায়ক শুধুমাত্র তার পছন্দের কয়েকজন নেতৃত্বকে নিয়েই এই কর্মসূচি সারছেন। ফলে বাদ থাকছে দলের অধিকাংশ।

শুক্রবার এই অভিযোগ তুলেই নিজেদের ন্যায্য দাবি নিয়ে বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ডায়মন্ড হারবারের পান্নালাল হালদারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দলীয় কর্মীরা। বিক্ষোভের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। পুলিশি তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

tmc flg

নিজের বাড়ি ঘেরাও এর ঘটনায় তৃণমূল বিধায়ক সাফাই দিয়ে বলেন, ”দলের পতাকা নিয়ে যারা আমার বাড়িতে এসেছে তারা কারা আমি চিনি না। যদি আমার দলের কর্মীরা হতো তাহলে আমাকে বিষয়টি জানা তো। কেউ বা কারা আমাকে পরিকল্পনা করে কালিমালিপ্ত করতে চাইছে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর