বাংলাহান্ট ডেস্ক : আবারও বিতর্কের কেন্দ্রে জ্ঞানবাপী মসজিদ৷ শুক্রবারই কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপী মসজিদ জরিপ করতে উত্তরপ্রদেশের বারাণসীতে পৌঁছায় একটি দল। আর সেই দল আসাকে ঘিরেই শুরু হয় হট্টগোল। ওঠে স্লোগানও। স্লোগান ওঠে দুই তরফেই। শেষ মেষ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে আসে পুলিশ। ছত্রভঙ্গ করে দেওয়া হয় বিক্ষোভকারীদের। অবশেষে দীর্ঘসময় পর শুরু হয় জরিপের কাজ।
জানা যাচ্ছে, এদিন সকাল নাগাদ ওই মসজিদ জরিপ করতে বারাণসীতে আসেন বিশেষ কমিটির সদস্যরা। সেই কমিটির আইনজীবীদের মসজিদে প্রবেশের সময় স্লোগান দিতে থাকেন একটি বিশেষ সম্প্রদায়ের মানুষেরা। একই সময় উলটো দিক থেকে ওঠে হর হর মহাদেব স্লোগান। ক্রমেই বাড়তে থাকতে উত্তেজনার পারদ। পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় সেই কারণেই দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। এরপর শুরু হয় জরিপের কাজ।
মসজিদ কমিটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গৌরী এবং দেবের মুর্তির ভিডিওগ্রাফি এবং জরিপের বিরুদ্ধেও প্রতিবাদ করেন। ইতিমধ্যেই বিষয়টির বিরোধিতা করেছেন আঞ্জুমানে ইনসানজারিয়া মসজিদ কমিটির সেক্রেটারি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সতর্ক হয়েছে জেলা প্রশাসন এবং পুলিশ।
অন্যদিকে এরই মধ্যে কাশী বিশ্বনাথ মন্দিরের ৪ নম্বর গেটের সামনে নামাজ পড়া শুরু করেন এক মহিলা। মহিলাকে আটক করেছে পুলিশ। বারাণসীর পুলিশ কমিশনার এ সতীশ জানিয়েছেন মহিলার কাছ থেকে হিন্দু দেব দেবীদের ছবি উদ্ধার করা হয়েছে। যদিও ওই মহিলার পরিবারের তরফে দাবি, মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন ওই মহিলা। সব মিলিয়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।