পঞ্চায়েত দফতরেই রঙিন আসর! উদ্ধার একগুচ্ছ বিলিতি মদের বোতল, তুমুল বিক্ষোভ এলাকাজুড়ে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যরাত অবধি পঞ্চায়েত (Panchayat) দফতরে রঙিন আসর! গ্রামপঞ্চায়েত অফিসের সামনে থেকে উদ্ধার গুচ্ছ গুচ্ছ মদের বোতল। অভিযোগ তুলে প্রতিবাদে সরব হলেন এলাকার লোকজন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির (Maynaguri) রামসাই (Ramsai) গ্রামপঞ্চায়েত অফিসে। শুক্রবার কুকর্মের প্রতিবাদে পঞ্চায়েতের অফিস ঘেরাও করে রাখেন স্থানীয় মানুষজন।

ঠিক কী অভিযোগ উঠছে? এলাকাবাসীর অভিযোগ, প্রায় রোজ সন্ধ্যা হতেই স্থানীয় পঞ্চায়েত অফিসে বসে যেত মদের আসর। সেই মজলিশে যোগদান করেন অনেকেই। অভিযোগ, খোদ পঞ্চায়েত প্রধান ছাড়াও আরও বেশ কয়েক পঞ্চায়েত সদস্য সেই আসরে বসতেন। শুধু তাই নয় পঞ্চায়েত অফিসের সামনে থেকেই উদ্ধার একগুচ্ছ মদের বোতল। এরপরই বিক্ষোভে সামিল হন তাঁরা।

শুক্রবার আবাস যোজনার তালিকায় বঞ্চনার অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখাতে যান এলাকার লোকজন। জানা যায় , সেই সময়ই বিক্ষোভকারীদের কয়েকজন পঞ্চায়েত অফিসের সামনের জায়গা থেকে বেশ কয়েকটি বিলিতি মদের ফাঁকা বোতল উদ্ধার করেন । এরপরই সেগুলি নিয়ে স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন এলাকার লোকজন। তাঁদের আরও অভিযোগ, পঞ্চায়েত অফিসে চলে রঙের পানীয়ের আসর। অন্যদিকে সাধারণ মানুষদের পরিষেবা প্রদানে তাঁদের কোনো উদ্যোগ বা সদিচ্ছা নেই। এই ঘটনাকে কেন্দ্র করেই এদিন উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

এবিষয়ে ক্ষোভ উগরে দিয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, “আমরা যোগ্য। অথচ তারপরও আবাস যোজনার তালিকা থেকে আমাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা গণডেপুটেশন দিতে এসে এসব দেখছি। দুর্নীতির উপর দুর্নীতি। আবার এসবও। কে এসব খায় আমরা জানি না, তবে অফিস চত্বরে এগুলো পেলাম। প্রশাসনিক ভবনের সামনে এভাবে মদের বোতল পড়ে থাকলে ভাল বার্তা যায় কি?”

maynaguri

অন্যদিকে, অস্বস্থিজনক এই ঘটনায় ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া জানান, তিনি বিষয়টি জানতেন না। তবে ঘটনার বিষয়ে খোঁজখবর নিতে বলেছেন। অন্যদিকে ঘটনার পর প্রধানের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X