বাংলা হান্ট ডেস্ক : প্রথম থেকেই এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো বিজেপি সরকার যখন পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছিল ঠিক তখনই মুখ্যমন্ত্রী বিরোধিতা করে পদযাত্রায় সামিল হয়েছিলেন। ঠিক একই পদক্ষেপ গ্রহণ করেছেন নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়নের পর।
রাজ্য জুড়ে যে ভাবে অশান্তির আঁচ ছড়িয়েছে তা মোকাবিলা করতে ইতিমধ্যেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শোন মঙ্গল ও বুধ তিন দিন ধরে প্রতিবাদ কর্মসূচি ও পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী। বাংলায় তাঁর জীবদ্দশায় কোনও ভাবেই জাতীয় নাগরিক পঞ্জি এবং নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে না এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী।
তাই তো নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা এবং নাগরিক পঞ্জির বিরোধিতা করে নিত্যদিন রাজ্যপালের সঙ্গে কোনও না কোনও বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন মমতা। নাম না করে কেন্দ্র এবং রাজ্যপালকে দুষছেন তিনিই। বিরোধিতা অবশ্যই করতে হবে কিন্তু তা যেন সাংবিধানিক পথ অবলম্বন করে এবং গণতান্ত্রিক উপায় হয় এমনটাই পরামর্শ দিয়েছেন মমতা পাশাপাশি কোনো রকম হিংসা বরদাস্ত করবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
এর পর শান্তিপূর্ণ উপায় কী ভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাবেন তার রূপরেখা বাতলে দিলেন মমতা। তিনি বলেছেন গণ আন্দোলনের পথ বেছে নিয়ে মিটিং মিছিল এবং রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে আন্দোলন করতে হবে একই সঙ্গে রাজ্যপালের কাছে গিয়ে সময় চেয়ে নিয়ে পরিস্থিতি ব্যাখ্যা করতে হবে। কোনও ভাবেই নাগরিকত্ব সংশোধনী আইন বাংলায় প্রণয়ন করা যাবে না ঠিক এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন বারবার।