‘প্রতিশ্রুতি নয় ফলশ্রুতি চাই’- মুখ্যমন্ত্রীর বাড়ির এলকায় বিক্ষোভ চাকরি প্রার্থীদের

একদিকে পশ্চিমবঙ্গে রাজনীতি যখন আলোচনার তুঙ্গে, তখন তৃণমূলকে চাপে ফেলে চাকরির দাবিতে বিক্ষোভ করতে দেখা গেল SSC প্রার্থীদের। প্রথমত একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন, দ্বিতীয়ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাড়ির এলকায় এই ক্ষোভ প্রদর্শন হয়। যা নিয়ে ব্যাপক চাপে পড়েছে তৃণমূল কংগ্রেসের সরকার।

প্লে-কার্ড ও ব্যানার নিয়ে SCC চাকরি প্রার্থীরা ক্ষোভ প্রদর্শন করে। বিশাল সংখ্যায় পুলিশ প্রার্থীদের মুখোমুখি হলে পরিস্থিতি ধস্তাধস্তির দিকে এগিয়ে যায়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও কেন তাদের চাকরি দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলে তারা রাস্তায় একেবারে শুয়ে পড়েন। পুলিশ এসে অনেকজনকে ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এই টানা হেঁচড়ার সময়ও পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে স্লোগান দেয় SSC চাকরি পার্থীরা। কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলেও খবর সামনে এসেছে। বেশকিছু পরিস্থিতি উত্তপ্ত থাকলেও এখন সবকিছু শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে মাত্র কয়েকদিন আগেই কয়েকজন শিক্ষককে হাতে প্লে-কার্ড নিয়ে আদিগঙ্গায় নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যেতে দেখা গেছিল।

IMG 20210302 200506

প্রসঙ্গত জানিয়ে দি, লোকসভা নির্বাচনের সময় চাকরি পার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। মমতা ব্যানার্জী ওই সময় আশ্বাস দিয়েছিলেন যে ভোটের পর এই ইস্যুতে বিবেচনা করবেন। তবে এখনও তাদেরকে চাকরিতে নিয়োগ করা হয়নি, যার দরুন মামলাকে গম্ভীরভাবে নিয়েছে SCC চাকরি প্রার্থীরা।


সম্পর্কিত খবর