বাংলা হান্ট ডেস্কঃ পার্শ্বশিক্ষকদের অভিনব প্রতিবাদ কালীঘাটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া আদিগঙ্গায় গলা জলে নেমে প্রতিবাদের সামিল হন পার্শ্বশিক্ষকরা। শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে এই অভিনব প্রতিবাদে অংশ নিয়েছে অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষামিত্ররা। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এহেন প্রতিবাদ হওয়ার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কমিশনার সৌমেন মিত্র। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এভাবে ধরনা দেওয়ায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, সমবেতন, চাকরির নিরাপত্তা সহ বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘদিন ধরে কলকাতায় অবস্থান বিক্ষোভ দেখিয়ে চলছে শিক্ষকরা। দু’দিন আগে পার্শ্বশিক্ষকদের প্রতিবাদে মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উনি মঞ্চে ওঠা মাত্রই ওনার বিরুদ্ধে স্লোগান ওঠে ধরনাস্থলে। এরপর তিনি সেখান থেকে নেমে যান। গতকাল অভিনেতা তথা তৃণমূলের মুখপাত্র ব্রাত্য বসুও শিক্ষকদের ধরনা মঞ্চে গিয়ে উপস্থিত হন।
তৃণমূলের নেতা মন্ত্রীরা পার্শ্বশিক্ষকদের আশ্বাস দিলেও সেই আশ্বাসে বিশ্বাস করতে রাজি নয় আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা জানান, ২০০৯ সালে ঠিক একই ভাবে পার্শ্বশিক্ষকদের মঞ্চে এসে আশ্বাস দিয়ে গিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী হওয়ার ১০ বছর পরেও আমাদের কোনও সুরাহা হয়নি।