বাংলাহান্ট ডেস্ক : হাসিনা বিদায়ের পর মাত্র ছয় মাস কেটেছে। এর মধ্যেই ফের অশান্ত বাংলাদেশ (Bangladesh)। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের উপরে ক্ষোভ বাড়ছে মানুষের। প্রকাশ্যে চলছে বিক্ষোভ কর্মসূচি। আর এবার রবিবাসরীয় দুপুরে রাজপথে নেমে এলেন বাংলাদেশের (Bangladesh) মহিলারা। লাঠি হাতে উঠল প্রতিবাদের স্লোগান। ফের পরিস্থিতি চরমে উঠল প্রতিবেশী দেশে।
বাংলাদেশে (Bangladesh) প্রতিবাদ মিছিল মহিলাদের
ধর্ষণের প্রতিবাদে এদিন রাস্তায় নেমে আসেন মহিলারা। বাঁশের লাঠি হাতে, মুখে জ্বলন্ত স্লোগান নিয়ে প্রতিবাদ মিছিলে হাঁটেন বহু মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Bangladesh) পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরাও এই মিছিলে অংশ নিয়েছিলেন। থেকে থেকে মিছিল থেকে ওঠে স্লোগান। ‘খুন, ধর্ষণ, নিপীড়ন, রুখে দাঁড়াও জনগণ, অবিলম্বে ধর্ষকদের বিচার করো, করতে হবে’, ‘ধর্ষকরা ধর্ষণ করে, প্রশাসন কী করে? বেগম রোকেয়া শিখিয়ে গেছে, লড়াই করে বাঁচতে হবে’, এমন ধরণের স্লোগানে মুখরিত হয় বাংলাদেশ।
কী দাবি তুললেন মহিলারা: এদিনের মিছিল থেকে ৯ দফা দাবি তোলা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ, সারা দেশে (Bangladesh) ধর্ষণের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ, পাহাড় থেকে সমতল সর্বত্র ধর্ষণের সমস্ত ঘটনার বিচার করতে হবে। ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল, পাশাপাশি নারী নির্যাতন, চুরি, ডাকাতির মতো ঘটনা রুখতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে, এমনও দাবি ওঠে।
আরো পড়ুন : চিন-পাকিস্তানের দাদাগিরি ঠেকাতে হাত বাড়াল বন্ধু! রাশিয়ার সাহায্যে এবার ভারতেই তৈরি হবে “ব্রহ্মাস্ত্র”?
কতদূর চলে মিছিল: শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া এবং শিক্ষকদের স্বাধীন যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার দাবিও জানানো হয় প্রতিবাদ মিছিল থেকে। বাংলাদেশের (Bangladesh) সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভিসি চত্বর, নীলক্ষেত, কাঁটাবন, শাহবাগ মোড় হয়ে প্রতিবাদ মিছিল রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
আরো পড়ুন : TRP লিস্টে ব্যাপক রদবদল, একগুচ্ছ সিরিয়ালের স্লট পরিবর্তন, কারা পেলেন দ্বিতীয় সুযোগ?
এদিনের মিছিলে প্রতীকী লাঠি হাতে অংশ নিয়েছিলেন লেখিকা নিগার সুলতানা। ধর্ষণ এবং নারী নির্যাতনের দ্রুত বিচার সহ নারী, শিশু সকলের প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। লেখিকা আরো বলেন, দ্রুত বিচারের মানে এই নয় যে আবারো কারোর সঙ্গে অন্যায় হোক। অপরাধীরা শাস্তি পেলেই অপরাধের প্রবণতা কমবে।