গরু পাচারের প্রতিবাদ করার এক ব্যাক্তি পিটিয়ে মারা হল মালদায়!

বাংলা হান্ট ডেস্কঃ দোষ ছিল গরু পাচারের প্রতিবাদ করা। আর সেই কারণে মালদার কালিয়াচকে প্রতিবাদী ব্যক্তিকে পিটিয়ে মারল পাঁচজন দুষ্কৃতী। মৃত ব্যক্তির নাম শ্যামাচরণ মণ্ডল। অভিযোগ, মঙ্গলবার রাতে কয়েকজন গরু পাচারকারী শ্যামাচরণ বাবুকে ব্যাপক মারধোর করে।

শ্যামাচরণ বাবুর পরিবার জানিয়েছেন, তাঁদের বাড়ির পাশ দিয়ে প্রায় দিনই গরু পাচার করত দুষ্কৃতীরা। আর সেই নিয়ে প্রতিবাদ জানান শ্যামাচরণ বাবু। ওনার প্রতিবাদ জানানোর কারণে মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী ওনার উপর চড়াও হয়। বাঁশ, ইট দিয়ে ওনাকে বেধড়ক মারধোর করা হয়।

এরপর আহত শ্যামাপ্রসাদ বাবুকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখানে ওনাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। এই ঘটনার জেরে কালিয়াচক থানায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শ্যামাপ্রসাদ বাবুর পরিবার। লিখিত অভিযোগের পর তিন দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ।


Koushik Dutta

সম্পর্কিত খবর