‘জ্যান্ত দুর্গা’কে হত্যার প্রতিবাদ! মুখের ওপর সরকারি অনুদান ফেরালেন মহিলা পুজো কমিটি

বাংলা হান্ট ডেস্ক : তিলোত্তমার নির্মম হত্যার বিচার চেয়ে প্রতিবাদে মুখরিত গোটা দেশ,রাজ্য। শহরের প্রতিটি রাজপথে প্রতিবাদ মিছিলে নামছেন হাজার হাজার সাধারণ মানুষ। দিন দিন এই প্রতিবাদ যেন আরও ভয়ানক হয়ে উঠছে। আরজি করের (RG Kar) তরুণী চিকিৎসকের নির্মম মৃত্যু প্রতিটা মানুষের মনে যেন এক অদৃশ্য মশাল জেলে দিয়েছে। যার আগুন নিভে একমাত্র বিচার পেলেই।

দুর্গাপুজার (Durga Puja) সরকারি অনুদান ফেরালেন মহিলা পুজো কমিটি

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজার (Durga Puja) সরকারি অনুদান (Government Donation) ফিরিয়ে দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বহু পুজো কমিটি (Puja-Committee)। সকলেরই দাবি একটাই যেখানে রাজ্যের জ্যান্ত দুর্গারা সুরক্ষিত নন সেখানে মায়ের মূর্তির পুজোয় (Durga Puja) কোনো রকম সরকারি অনুদানের প্রয়োজন নেই। প্রত্যেক বছরে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি অনুদান হিসেবে পুজো কমিটি গুলিকে টাকা দেওয়া হয়।

যা গতবছর পর্যন্ত ছিল ৭০ হাজার টাকা। এবার সেই টাকার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ৮৫ হাজার। ইতিমধ্যেই একাধিক পুজো কমিটি সেই অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আব্বার এই তালিকায় সামিল হল রাজ্যের আরও একটি ক্লাব। জানা যাচ্ছে, হুগলির তারকেশ্বরের আস্তারা গ্রামের একটি পুজো কমিটি এবছর এই সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : RG Kar কাণ্ডে বিতর্কের পর, সোশ্যাল মিডিয়ায় ডিপি কালো করে নীরব প্রতিবাদ সৌরভের

নারী শক্তির আরাধনায় প্রত্যেক বছর ধুমধাম করেই দুর্গাপুজোর আয়োজন করেন মহিলারা। মহিলাদের এই পুজো কমিটির নাম মা শরৎ জননী দুর্গোৎসব পুজো কমিটি। এবছর এই পুজো পাঁচ বছরে পদার্পণ করতে চলেছে। সোমবার সন্ধ্যায় এই পুজো কমিটির তরফ থেকে মোমবাতি জ্বালিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানানোর পাশাপাশি সরকারি অনুদান না নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

Durga Puja

এদিন পুজো মণ্ডপের মাঠেই প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন সকলে। এপ্রসঙ্গে পুজো কমিটির সদস্য চৈতালী জানা বলেছেন, ‘আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চাই। যেভাবে জ্যান্ত দুর্গাকে মারা হয়েছে তারই প্রতিবাদে আমরা এবছর সরকারি অনুদান নেব না। অপরাধীদের কঠোর শাস্তি হওয়াটা খুবই প্রয়োজন।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর