কৃষক আন্দোলনকারীদের হাতে নিগৃহীত হলেন বিজেপি নেতা, বেধড়ক মারধর করে ছিঁড়ে দেওয়া হল জামাও

বাংলাহান্ট ডেস্কঃ নয়া কৃষি আইনের (New Farm Law) বিরুদ্ধে প্রতিবাদরত কৃষকদের বিরুদ্ধে এবার বিজেপি (BJP) বিধায়ককে মারধর ও নিগ্রহের অভিযোগ উঠল। যা নিয়ে রীতিমত সমালোচনার বন্যা বইছে সর্ব দলের পক্ষ থেকে। এমনকি সংযুক্ত কিসান মোর্চার নেতা দর্শন পালও তিব্র নিন্দা করেছেন। পুলিশ জানিয়েছে, নয়া কৃষি আইনের সমর্থনে দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে যাচ্ছিলেন আবোহারের বিজেপি বিধায়ক অরুন নারং( MLA Arun Narag) । সেই খবর পেয়েই হিংসাত্মক রূপ ধারন করে পাঞ্জাবের (Punjab) মুক্তসর এলাকায় আন্দোলনরত কৃষকরা (Farmers Protest) ।

জানা যাচ্ছে, সাংবাদিক বৈঠকে যোগ দেওয়ার সময় তাকে ঘিরে ধরে উত্তেজিত মানুষের ভিড়। কোনওমতেই সাংবাদিক বৈঠক হতে দেবে না বলে জেদ ধরে সাধারণ মানুষ ও কৃষকরা। তাকে ঘিরে রীতিমত বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। তখনই ভিড়ের মধ্য থেকে ওই নেতা ও তার সঙ্গিদের লক্ষ করে প্রথমে কালি ছোঁড়া হয়। পরিস্থিতি বেগতিক বুঝে পাশের একটি দোকানের মধ্যে ঢুকিয়ে দিয়ে ঝাঁপ বন্ধ করে দেয় পুলিশ।

News18 Telugu - Arun Narang: బీజేపీ ఎమ్మెల్యేకు ఘోర అవమానం.. నడిరోడ్డుపై బట్టలు చింపి దారుణంగా కొట్టారు |Protestors thrashed BJP Abohar MLA Arun Narang and tear his cloths in public in ...

তারপরই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ভেবে, বিধায়ককে বাইরে বার করে নিয়ে আসতেই অতর্কিতে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বিশাল ভিড়। তার মধ্য থেকেই কিল, চড়, ঘুষি উড়ে আসতে থাকে। এমনকি তাকে এলপপাথাড়ি মেরে, এমনকি জামাও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় বইতে থাকে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অফিসের তরফে ঘটনার তিব্র নিন্দা করা হয়। বিধায়কের উপর এহেন হামলাতে রাজ্যের শান্তি বিনষ্ট করার চেষ্টা বলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এমনকি কংগ্রেস, শিরোমণি আকালি দল এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও নিন্দা করেছেন। পাশাপাশি কৃষক নেতা দর্শন পালও নিন্দা করে জানিয়েছেন ,’একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে শারীরিক ভাবে নিগ্রহ করা উচিত হয়নি ও এই ধরনের হিংসাত্মক আচরণে একদমই তাঁদের সমর্থন নেই বলেও জানান’।

অন্যদিকে, বিধায়ক অরুণ জানান, এলপপাথাড়ি ঘুষি মারা হয় আমাকে, জামা কাপড়ও ছিঁড়ে ফেলা হয়। তবে এখনও পর্যন্ত তিনি নিজে পুলিশে অভিযোগ করেন নি। সেই প্রেক্ষিতে তিনি জানান, দলের শীর্ষ নেতাদের সাথে তিনি এনিয়ে কথা বলবেন। তার ভিত্তিতেই তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন।


সম্পর্কিত খবর