সংঘবদ্ধ হচ্ছে হিন্দুরাও! মোথাবাড়ি কাণ্ডে একদিনের জন্য ডিপি পরিবর্তন করে বিশেষ ইঙ্গিত শুভেন্দুর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মোথাবাড়িতে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত থমথমে গোটা এলাকা। বৃহস্পতিবার মালদার মোথাবাড়ি এলাকায় হিন্দুদের ওপর যে আক্রমণ হয়েছে তার প্রতিবাদে ইতিমধ্যেই গর্জে উঠেছেন বিজেপি নেতারা। এই ঘটনায় এখন উত্তাল গোটা বাংলা। মোথাবাড়ির অশান্তির এই ঘটনার প্রতিবাদে এবার একদিনের জন্য সমাজ মাধ্যমে প্রোফাইল চিত্রগুলি পরিবর্তন করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ডিপি বদলে বিশেষ ইঙ্গিত শুভেন্দুর (Suvendu Adhikari)

বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতার যে প্রোফাইল ছবি দেখা যাচ্ছে সেখানে লেখা রয়েছে, ‘তোমার বাড়ি, আমার বাড়ি মোথাবাড়ি।’ ফেসবুকের এই প্রোফাইল ছবি বদল করার পাশাপাশি সবাইকে জোট বাঁধার আহ্বান জানিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। প্রথমেই তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘যেখানে ধর্ম সেখানেই জয়।’ তারপরেই রাজ্যের হিন্দুদের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ‘আর কত-শত বার হিন্দুরা আক্রান্ত হলে আমরা জোট বাঁধবো? একে অপরের পাশে দাঁড়াবো?’ রাজ্যজুড়ে লাগাতার হিন্দুদের ওপর আক্রমণ প্রসঙ্গে শুভেন্দুর অভিযোগ, ‘পশ্চিমবঙ্গে দিকে দিকে আমরা হিন্দুরা আক্রান্ত হচ্ছি শুধুমাত্র আমরা হিন্দু এই কারণে। আজ মোথাবাড়ি, তো কাল আমার বাড়ি আপনার বাড়ি।’

আরও পড়ুন: রাজ্যকে তিন সপ্তাহের ডেডলাইন! জনস্বার্থ মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘হিন্দুত্বের জিগির’ তুলে এরপরেই তিনি (Suvendu Adhikari) আহ্বান জানিয়েছেন, ‘আসুন সবাই মিলে জোট বাঁধি, প্রত্যেক বাড়ির উঠোনে থাকুক তুলসি মঞ্চ, সন্ধ্যে বেলায় এলাকা মুখরিত হোক শঙ্খধ্বনি তে, নিজের এলাকার মন্দিরের সন্ধ্যা আরতি আওয়াজ ছড়িয়ে পড়ুক পুরো পাড়ায়। আমরা আক্রান্ত কারণ আমরা বিভক্ত। আমাদের অভিন্ন ধর্মীয় রীতি, আচার, আচরণ, আমাদের ঐক্যবদ্ধ শক্তির পরিচয় হয়ে উঠুক। সম্প্রদায়ের কেউ আক্রান্ত হলে, বিপদে পড়লে আমরা যেন একে অপরের পাশে এসে দাঁড়াই।’

এখানেই শেষ নয়, হিন্দুদের ওপর এই একপেশে আক্রমণ প্রসঙ্গে রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু। তাঁর কথায়, ‘পশ্চিমবঙ্গের পক্ষপাতদুষ্ট পুলিশ প্রশাসন হিন্দুদের পাশে নেই। আমরাই পারবো নিজেদের রক্ষা করতে। আর কেউ যদি ভেবে থাকে হিন্দুদের উপর অত্যাচার করে হিন্দুদের দমিয়ে রাখা যাবে, আমি তাদের বলতে চাই যে হিন্দুরা আরও বেশি সংগঠিত হচ্ছে’। সবশেষে তিনি  লিখেছেন, ‘গত কয়েক দিন ধরে যে আঘাত নেমে এসেছে হিন্দুদের ওপর, তার প্রতিবাদে আমি একদিনের জন্যে আমার সবকয়টি সামাজিক মাধ্যমের ডিপি পরিবর্তন করলাম।’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X