‘পাপের ঘড়া পূর্ণ!’ পুজোর অনুদান নয়, মেয়ের বিচার চাই, ৮৫ হাজার ফেরাল আরও ক্লাব

বাংলা হান্ট ডেস্ক : হাতের কর গুনে মেরে কেটে আর মাত্র ক’মাস। তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো (Durga Puja)। পুজোর আগে প্রতিবছর এই সময় কলকাতার রাজপথ থেকে অলিগলিতে জোর কদমে চলে পুজোর প্রস্তুতি। কিন্তু এবছর গোটা শহর যেন শোকে মুহ্যমান। আরজিকরের (RG Kar) তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এখন মন মরা গোটা বাংলা।

আরজিকরের (RG Kar) তরুণীর বিচার চেয়ে অনুদান ফেরাল আরও ক্লাব

এক মায়ের কোল খালি হওয়াতে যেন শোকে পাথর আপামর বঙ্গবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের তারকা, কিংবা খেলাধুলার জগৎ সব দিকেই এখন শুধুই আরজিকরের (RG Kar) তিলোত্তমার জন্য প্রতিবাদের গর্জন। মেয়ের বিচারের দাবিতে এখন সবাই এক সুরে বলছেন ‘জাস্টিস ফর আরজিকর’ (RG Kar)। এরই মধ্যে নির্যাতিতার মা প্রশ্ন তুলেছিলেন, ‘লক্ষ্মীর ভান্ডার নেওয়ার সময় ভাবুন ঘরের লক্ষ্মী সুরক্ষিত তো?’

এবার সেই একই সুরে একের পর এক সরকারি অনুদান প্রত্যাখ্যান করে চলেছে রাজ্যের একাধিক পুজো কমিটি। ইতিমধ্যেই রাজ্য সরকারের ৮৫ হাজার টাকার সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপাড়া জয়কৃষ্ণ স্ট্রিটের ‘আপনাদের দুর্গাপূজা’ বারোয়ারি ও নদিয়ার বেথুয়াডহরি টাউন ক্লাব। একইভাবে মায়ের মুক্তি পুজোয় সরকারি অনুদান নাকচ করেছেন হুগলির উত্তরপাড়ার শক্তি সংঘ, সহ দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটিও।

আরও পড়ুন : ‘শঙ্খ দিদি’ অতীত! এবার ট্রোলড ‘গিটার দিদি’ সায়ন্তিকা, বিধায়কের কাণ্ড দেখে ‘থ’ সকলে!

পিছিয়ে নেই রাজ্যের মহিলারাও। প্রতিবছর হুগলির তারকেশ্বরের মা শারদ জননী দুর্গোৎসব কমিটির পুজোর দায়িত্বে থাকেন মহিলারা। এবছর তাঁরাও ফিরিয়ে দিচ্ছেন সরকারি অনুদান। আর জি করের তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে তাঁদের এই প্রতিবাদ।

RG Kar

তাই দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব এই পুজো কমিটির সদস্য বর্ণালী। তিনি বলেছেন, ‘এই বছর এইরকম পরিস্থিতিতে আর আমাদের আবেদন করার মতো ইচ্ছা নেই। আমরা চাই যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। এটাই আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর