বিক্ষোভ প্রদর্শন করা যাবে না নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, নিজের নাগরিকদের সতর্ক করল নেপাল সরকার

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) বিরুদ্ধে কোনরকম আন্দোলন প্রদর্শন করা যাবে না, বলে কঠোর ভাবে জানিয়ে দিল নেপাল (nepal) সরকার। রবিবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এমন কোন নিন্দনীয় বা অবমাননাকর কাজ করা যাবে না, যাতে করে বন্ধু দেশের সম্মানহানি হয়।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলে হয়েছে, বিগত কয়েকদিন ধরে বন্ধু দেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করা জন্য নানারকম শ্লোগান দেওয়া হচ্ছে, এমনকি তাঁর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে প্রধানমন্ত্রী মোদীর কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে। কিন্তু এইসমস্ত ঘটনা একদমই ঠিক নয়।

Nepal 6

যদিও এইধরনের কাজ কারা করেছেন, সে বিষয়ে কিছুই জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিরোধী পক্ষের কিছু ছাত্র নেতা এবং যুব সংগঠনের প্রদর্শিত বিক্ষোভের পর এমন বিবৃতি দিয়েছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক। জারি করা হয়েছে সতর্কবার্তাও।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নেপাল সরকার সকল বন্ধু দেশের সঙ্গে সদ্বভাব বজায় রাখতে চায়। জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয়, এমন কোন কাজকে কোনভাবেই প্রশয় দেবে না নেপাল সরকার। সকলকে অনুরোধ করা হচ্ছে, ভবিষ্যতে যেন এমন কোন কাজ না হয়, যাতে করে বন্ধু দেশের সম্মানহানি এবং মর্যাদা ক্ষুণ্ণ হয়। প্রতিবেশি দেশকে আক্রমণ করে কোনরকম কাজ করা যাবে না। আর যারাই এমন কাজের সঙ্গে যুক্ত থাকবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে’।

প্রসঙ্গত, বায়াস গ্রামীণ পৌরসভার ৩৩ বছর বয়সী জয় সিং ধামি অস্থায়ী রোপওয়ের সাহায্যে মহাকালী নদী অতিক্রম করার সময়, ভারত নেপাল সীমান্তের রক্ষীদের দেখে নদীতে ঝাঁপ দেয়। এই কারণেই নেপালের বিরোধী দলের নেতে কর্মীরা বিক্ষোভ প্রদর্শনে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ দেখায়। আর এই ঘটনারই ঘোরতর প্রতিবাদ করে নেপাল সরকার।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর