বাংলাহান্ট ডেস্ক : উরি হামলায় পাকিস্তানি শিল্পীদের জন্য যে দরজা বন্ধ হয়েছিল ভারতে, তা এবার ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে। আর সেই সূত্রেই এবার বলিউডে কামব্যাক করলেন ফাওয়াদ খান (Fawad Khan)। নতুন হিন্দি ছবিতে ফিরেই কার্যত ঝড় তুলে দিয়েছেন তিনি। তাঁর নতুন ছবি ‘আবির গুলাল’ এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। মহারাষ্ট্রে ছবিটির মুক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সামিল হয়েছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।
আবারো ভারতীয় ছবিতে ফিরছেন ফাওয়াদ খান (Fawad Khan)
পাকিস্তানি শিল্পীদের মধ্যে যতজন ভারতে খ্যাতি পেয়েছিলেন, সেই তালিকায় একেবারে শুরুর দিকেই নাম থাকবে ফাওয়াদের (Fawad Khan)। নিজের দেশেও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বলিউডে যদিও মাত্র তিনটিই ছবি করেছেন তিনি- ‘খুবসুরত’, ‘কাপুর অ্যান্ড সন্স’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। এর মধ্যে প্রথম দুটি ছবিই তেমন ছাপ ফেলতে পারেনি বক্স অফিসে। কিন্তু ব্যর্থতার মাঝেও দর্শকদের মন জিতে নিয়েছিলেন ফাওয়াদ (Fawad Khan)।
শুরু হয়েছে প্রতিবাদ: ২০১৬ তে ভারতে তাঁর শেষ কাজ ছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। তারপর এদেশে পাক শিল্পীদের উপরে নিষেধাজ্ঞা জারি হওয়ায় আর তাঁর দেখা মেলেনি বলিউডের কোনো প্রোজেক্টে। হঠাৎ করেই আবারো কামব্যাক করে চমকে দিয়েছেন তিনি। বাণী কাপুরের বিপরীতে ফাওয়াদকে (Fawad Khan) দেখা যাবে আসন্ন ছবিতে। আর তার টিজার প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছে রাজনৈতিক মহলের একাংশ।
আরো পড়ুন : চাকরি জীবনের শেষ দিনেই মর্মান্তিক পরিণতি, মালগাড়ি দুর্ঘটনায় মৃত্যু লোকো পাইলটের! শোকস্তব্ধ জিয়াগঞ্জ
ছবিকে ঘিরে বিতর্ক: মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মুখপাত্র বলেন, ছবিটিকে কোনো ভাবেই মহারাষ্ট্রে মুক্তি পেতে দেবেন না তাঁরা। কারণ ছবিতে একজন পাকিস্তানি অভিনেতা রয়েছেন। এ বিষয়ে আরো তথ্য সংগ্রহ করে তাঁরা বিবৃতি জারি করবেন। শিব সেনা নেতা সঞ্জয় নিরুপমও বলেন, ভারতে পাকিস্তানের প্রতি একটা ঘৃণা সর্বত্র বিরাজমান। পাকিস্তানি ছবি মুক্তি পেলে ভারতীয়রা সাধারণত তা দেখেন না। কিছু দর্শক যদি দেখেনও, পাক শিল্পীরা কখনোই ভারতে সর্বত্র খ্যাতি অর্জন করেননি। তিনি আরো বলেন, পাকিস্তানি শিল্পীরা ভারতে কাজ করবেন কিনা সেটা ঠিক করবে কেন্দ্রীয় সরকার।
আরো পড়ুন : “ছেলেরা একাধিক প্রেম করতে পারে, মেয়েরা করলে…”, যোগিতার সঙ্গে দাম্পত্য নিয়ে বেফাঁস মিঠুন!
প্রসঙ্গত, একটা সময় ছিল যখন পাকিস্তানি শিল্পীদের ভালোই রমরমা ছিল বলিউডে। পাক (Fawad Khan) মুলুক থেকে অভিনেতা অভিনেত্রীরা এসে কাজ করতেন বলিউডি ছবিতে। গায়ক গায়িকাদের কদরও ছিল প্রচুর। নুসরত ফতেহ আলি খান, আতিফ আসলামের মতো গায়কদের ভারতে জনপ্রিয়তা ছিল দেখার মতো। কিন্তু একটি ঘটনায় সেই সব কিছুই তিক্ত হয়ে ওঠে। ২০১৬ সালের উরি হামলায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জটিল হয়ে ওঠে। পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়। অবশেষে দীর্ঘ ৯ বছর পর আবারও বলিউডের ছবিতে দেখা মিলল পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের। ছবিটি পুরোটাই শুট হয়েছে ইংল্যান্ডে। আগামী ৯ ই মে ছবিটি মুক্তি পেতে চলেছে।