‘শাহ রামনবমীর হিংসায় উসকানি দিয়েছেন প্রমাণ দিতে না পারলে…’ মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ চলতি মাসের প্রথম সপ্তাহে রামনবমীর (Ramnavami) শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ায় শিবপুর ও হুগলীর রিষড়া। একেবারে রণক্ষেত্রের রূপ নেয় এই দুই জেলা। ঘটনাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। বিরোধীদের কথায় উদ্দেশ্য মাফিক সেখানে হামলা চালিয়েছেন শাসকদলের দুষ্কৃতীরা।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেছিলেন, পার্টি অফিসে বসে গোটা এই অশান্তির উসকানি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এহেন মন্তব্য নিয়ে এবার সরাসরি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

suvendu mamata

প্রসঙ্গত, রামনবমীতে হামলার ঘটনা নিয়ে বারংবারই বিজেপির দিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। আর সম্প্রতি তিনি দাবি করেন, রাজ্যে দাঙ্গা পরিস্থিতির জন্য একমাত্র দায়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অফিসের চার দেয়ালের মধ্যে বসে তিনিই অশান্তির উসকানি দিয়েছেন। মমতার মতে আড়ালে কর্মীদের উস্কানি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন এক সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা। সেখান থেকেই মমতার এই মন্তব্যেরই পাল্টা শুভেন্দু বলেন, “আপনি কি অমিত শাহকে উসকানি দিতে দেখেছেন? আপনি কি প্রমাণ করতে পারবেন যে, উনি দাঙ্গা বাধাতে বলেছে?” শুধু তাই নয়, নিজের বলা এই কথার প্রমাণ না দিতে পারলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর