১৫,০০০ অতীত, এবার ২৫,০০০! চাকরিজীবীদের জন্য বিরাট সুখবর, অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা!

বাংলা হান্ট ডেস্কঃ সুখবরের পর সুখবর পাচ্ছেন চাকরিজীবীরা। শীঘ্রই কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা করা হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। এর মাঝেই সামনে এল আরও একটি বড় খবর। আগামী ২২ জুলাই সংসদে ২০২৪-২৫ অর্থবর্ষের সম্পূর্ণ বাজেট পেশ হতে পারে। তখনই চাকরিজীবীরা প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) নিয়ে বড় ‘সুখবর’ পেতে পারেন বলে শোনা যাচ্ছে।

প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্র

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে কর্মীদের বেতন সীমা বৃদ্ধি করা হতে পারে। বিগত প্রায় ১০ বছর ধরে এই সীমা রয়েছে ১৫ হাজার টাকা। তবে এবার শোনা যাচ্ছে, আগামী ২২ জুলাই পেশ হতে চলা বাজেটে সেই সীমা বাড়ানো হতে পারে। রিপোর্ট বলছে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে সেই সীমা বৃদ্ধি করে ২৫ হাজার টাকা করা হতে পারে।

   

আরও পড়ুনঃ ‘এই বিষয়ে জানি না…’! রথযাত্রার জন্য দিঘায় ৫৪০টি গাছের ওপর কোপ, পরিবেশমন্ত্রীর দাবিতে শোরগোল!

রিপোর্টে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের তরফ থেকে প্রভিডেন্ট ফান্ডের (PF) জন্য চাকরিজীবীদের বেতন সীমা বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাব বানানো হয়েছে। এই মুহূর্তে কোনও চাকরিজীবীর বেতন যদি ১৫ হাজার টাকা হতে থাকে তাহলে সেই স্কিমে তাঁকে যোগদান করতেই হবে। এক্ষেত্রে আপনার সংস্থা আপনার মাইনের একটি অংশ কেটে নেয় এবং সম পরিমাণ অর্থ সংস্থার তরফ থেকে জমা করা হয়। এই টাকা ইপিএফও অ্যাকাউন্টে জমা পড়ে।

যে কোনও কর্মীর মূল বেতন ও DA-র ১২% সেই কর্মীর PF অ্যাকাউন্টে জমা করা হয়। সংস্থার তরফ থেকেও সমপরিমাণ অর্থ জমা করা হয়। কোম্পানির দেওয়া ১২ শতাংশের মধ্যে ৩.৬৭% ইপিএফ অ্যাকাউন্টে যায় এবং বাকিটা যায় পেনশন স্কিমে।

Central Government Provident Fund

উল্লেখ্য, ১৯৫২ সালের ১ নভেম্বর থেকে ১৯৫৭ সালের ৩১ মে অবধি PF-এর সীমা ছিল ৩০০ টাকা। এরপর ধাপে ধাপে তা বাড়তে বাড়তে এসে দাঁড়িয়েছে ১৫ হাজার টাকায়। ২০১৪ সালের ১ সেপ্টেম্বর থেকে এই সীমা চলছে। এবার শোনা যাচ্ছে, প্রায় এক দশক পর সেই সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মুখে হাসি ফুটতে পারে অগুনতি চাকরিজীবীর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর