বাংলা হান্ট ডেস্কঃ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা মহামারী। মৃতের সংখ্যা ছড়িয়েছে লক্ষ। এই মহামারীর প্রকোপ থেকে বাদ যায়নি ভারতও। প্রায় দেড় মাস ধরে চলছে গোটা দেশ জুড়ে লকডাউন। আর এই লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত ভারতের বিভিন্ন শিল্প। বড় শিল্পের সাথে সাথে কুটির শিল্পও বড় সমস্যার সন্মুখিন। আর সেই কুটির শিল্পের মধ্যে অন্যতম হল তাঁত শিল্প।
তাঁতের কথা বললে নদীয়ার ফুলিয়া, শান্তিপুরের সাথে সাথে পাল্লা দিয়ে উঠে আসে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় এবং ধাত্রিগ্রামের নাম। কিন্তু লকডাউনের কারণে জেরবার এই তাঁত শিল্প এবং শিল্পীরা। হাজার হাজার তাঁত বন্ধ গোটা বর্ধমানে। ভিন জেলা থেকে আসা শ্রমিকরাও পড়েছে বড় বিপদে। আর তাঁর প্রধান কারণ হল, এখন কোন মহাজনই তাদের নির্মিত শাড়ি বাজারে বিক্রি করতে পারছে না। আর সেই কারণে ভিন জেলা থেকে আসা শ্রমিকদের ঠিক ভাবে টাকাও দিতে পারছেন না তাঁরা।
আরেকদিকে, কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে এখনো কোন আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়নি রাজ্যের তাঁতিদের জন্য। চরম সমস্যায় সন্মুখিন হওয়ার পরেও তাঁত শিল্পীরা এবার করোনায় আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য অভিযান চালাল।
পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের তাঁত শিল্প গোষ্ঠী করোনায় আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানো জন্য এলাকার তাঁতিদের কাছে মুক্ত হস্তে দান করার আবেদন জানিয়েছে। তাঁরা এর জন্য একটি ব্যাংক অ্যাকাউন্টও খুলেছে যেখানে তাঁতিরা তাদের সাধ্যমত করোনায় আক্রান্তদের পাশে দাঁড়াতে দান করতে পারবেন।
সঙ্কটের মুখে পড়া সমুদ্রগড়ের তাঁতিদের এই অভিযানের প্রশংসা করছে সবাই। সমুদ্রগড়ের ‘পশ্চিমবঙ্গ তাঁত শিল্প গোষ্ঠী” মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটি আবেদন পত্র শেয়ার করেছে। তাঁরা আবেদন পত্রে লিখেছে, ‘আমরা এই মহামারীর মোকাবিলার জন্য মানুষের পাশে দাঁড়াতে চাই। মহাবিপদে পড়া বিপদগ্রস্ত মানুষদের সেবা করতে চাই।” উল্লেখ্য, করোনার মোকাবিলায় মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছে গোটা দেশ। আর এবার পশ্চিমবঙ্গের তাঁতিরাও এই যুদ্ধে অংশ নিতে চায়।