ভারতীয় যুবকদের জন্য সুখবর! নতুন নির্দেশিকা জারি করলো PSC

বাংলা হান্ট ডেস্ক :এবার জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া বিদদের জন্য সরকারি চাকরির সুযোগ নিয়ে এল পাবলিক সার্ভিস কমিশন। জানা গিয়েছে গ্রুপ ডি পদে পাবলিক সার্ভিস কমিশন কয়েক হাজার কর্মী নিয়োগ করতে চলেছে। এই পদের জন্য কেউ যদি আবেদন করতে চান শিখেছে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন।West Bengal PSC Website 1280x720

পদের নাম– লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক।

বেতনক্রম- 5,400 টাকা থেকে 25,200 টাকা অবধি, একই সঙ্গে গ্রেড পে 2600 ঢাকা।

আবেদনের জন্য বয়স- 18 থেকে 40 বছর বয়সী ব্যক্তিরা এই দুই পদের জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। আবেদনের পদ্ধতি- http://pscwbapplication.in

জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদদের ক্ষেত্রে আসন সংরক্ষণ রয়েছে, লিখিত পরীক্ষা খাতে বিশেষ সংরক্ষণ রাখা হবে বলেই জানা গিয়েছে। যাঁরা অ্যাথলেটিক্স ব্যাডমিন্টন বাস্কেটবল ক্রিকেট ফুটবল হকি সুইমিং টেবিল টেনিস ভলিবল টেনিস রেসলিং বক্সিং সাইডিং জিমন্যাস্টিক জুডো রাইফেল শুটিং কবাডি এবং খো খো খেলেছেন সেক্ষেত্রে তাঁদের জন্য বিশেষ সংরক্ষণ রয়েছে।

সম্পর্কিত খবর