বাংলা হান্ট নিউজ ডেস্ক: জমে উঠেছে ইউরোপিয়ান ফুটবলের মরশুম। বড় ক্লাব ঘরের মধ্যে কেউ কেউ হতাশ করছে, আবার কেউ কেউ অপ্রত্যাশিতভাবে ভালো পারফরম্যান্স করে দেখাচ্ছে। নামজাদা তারকাদের পারফরম্যান্সের দিকেও ফুটবলপ্রেমীদের কড়া নজর রয়েছে। কিন্তু এরই মধ্যে একটা খারাপ খবর এসেছে ফুটবলভক্তদের জন্য। খারাপ খবরটি হল পিএসজি (PSG) ব্রাজিলের (Brazil) তারকা ফুটবলার নেইমার জুনিয়র (Neymar Jr.) সম্পর্কে।
১৯শে ফেব্রুয়ারি শেষবার মাঠে নেমেছিলেন ব্রাজিলের অধিনায়ক। ফ্রেঞ্চ লিগের প্রতিপক্ষ লিঁলের বিরুদ্ধে সেই ম্যাচে পিএসজির হয়ে একটি গোল করেছিলেন এবং একটি গোলে সহায়তা করেছিলেন। কিন্তু সেই ম্যাচে মাত্র ৫১ মিনিট খেলার পর গোড়ালিতে মারাত্মক আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। তারপর থেকেই নেইমার মাঠের বাইরে রয়েছেন এবং কবে তিনি ফিরবেন সেই সম্পর্কে স্পষ্ট ধারণা কেউই করতে পারছিল না।
কিন্তু শেষ পর্যন্ত পাওয়া গেল একটি চূড়ান্ত বাজে খবর। নেইমারের পায়ের প্রয়োজন অস্ত্রোপচারের। দোহাতে অস্ত্রোপচারের পর তিন থেকে চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন ব্রাজিলিয়ান তারকা। যার অর্থ হলো পিএসজির হয়ে এই মরশুমে আর মাঠে নামতে পারবেন না তিনি। তাকে মাঠে আবার দেখা যাবে পরের মরশুমে।
ইতিমধ্যে নেইমারের চোট প্রবণতা সম্পর্কে একটি আশ্চর্যজনক পরিসংখ্যান সকলের সামনে এসেছে।আপনার এটা জেনে অবাক হবে যে গত ১০ বছরে ৮৮০ দিন চোটের কারণে নেইমার মাঠের বাইরে ছিলেন। এই নির্দিষ্ট সময়ে তিনি মোট ১৪৫টি ম্যাচ মিস করেছেন। আর সব মিলিয়ে তিনি মোট ৩৩বার চোটে পড়েছেন নেইমার। ইউরোপের টপ লিগ গুলিতে খেলা কোনও তারকা ফুটবলার এতবার চোটের কবলে পড়েননি।
ব্রাজিল আগামী কয়েকদিনের মধ্যে যে প্রীতি ম্যাচগুলো খেলবে, সেই গুলির অংশ হতে পারছেন না নেইমার। আগামীকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসসির জার্সিতে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ওর নামা হবে না তার। এই চোট নেইমারের অনেক ভক্তদের কষ্ট দিচ্ছে। যদিও নেইমার নিজের বার্তা দিয়েছেন যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে আবার আগের মতই শক্তিশালী অবস্থায় ফিরবেন।