ভারতীয় ক্রীড়াজগতে ইতিহাস গড়লেন পিটি ঊষা! প্রথম মহিলা হিসাবে এমন কীর্তি পায়োলি এক্সপ্রেসের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়ান গেমস ভারতকে স্বর্ণপদক এনে দেওয়া কিংবদন্তি দৌড়বিদ পিটি ঊষা (PT Usha) চলতি মাসের শুরুতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রথম ভারতীয় মহিলা হয়ে নিজের দেশের এই পদের দায়িত্ব নিয়ে ইতিহাস রচনা করেছিলেন তিনি।

সুপ্রিম কোর্ট-নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তাকে এই পদে বসানো হয়। এই বিরল নজির গড়ে আবেগে আপ্লুত ৫৮ বছর বয়সী প্রাক্তন ক্রীড়াবিদ।

তাই আজ আইওএ সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরে, পিটি উষা তার নতুন যাত্রা শুরু করার মুহূর্তে একটি পোস্ট শেয়ার করেছেন নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। অনেক ত্যাগস্বীকার করে আর পরিশ্রমের ফসল হিসাবে আজকে এই সাফল্য পেয়েছেন তিনি, সেটা উল্লেখও করেছেন প্রাক্তন অলিম্পিয়ান।

ঊষা ওই পোস্টে একটি বিশেষ ছবিও আপলোড করেছেন, যেখানে তাকে একটি বিশেষ বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। যেখানে ১৯২৭ সালে শুরু হওয়া ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেওয়ার জন্য সমস্ত রাষ্ট্রপতির নাম রয়েছে। নিজের ওই পোস্টের ক্যাপশনে ঈশা লিখেছেন, “বিশ্বাস, নিয়তি এবং কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করে আমি এতদূর এসেছি এবং এখন আমি একটি নতুন যাত্রা শুরু করতে প্রস্তুত!”


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর