এবার ভারতের এই বিখ্যাত কোম্পানির অংশিদারিত্ব কিনতে চলেছেন গৌতম আদানি

বাংলাহান্ট ডেস্ক : পাওয়ার ট্রেডিং কোম্পানি (Power Trading Company) পিটিসি ইন্ডিয়া লিমিটেড (PTC) সম্পর্কে বড় খবর সামনে এসেছে। এটি ভারত সরকারের অধীনে দেশের বৃহত্তম পাওয়ার ট্রেডিং কোম্পানি। ব্লুমবার্গের মতে, গৌতম আদানি (Gautam Adani) এই কোম্পানির শেয়ার কিনতে পারেন বলে আলোচনা চলছে। যদিও এই চুক্তির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি তবে সূত্র মারফত জানা গিয়েছে যে পিটিসি ইন্ডিয়া লিমিটেডের অংশীদারিত্ব রয়েছে এমন কিছু সরকারী সংস্থা আদানির সাথে যোগাযোগ করছে। এসব সরকারি কোম্পানি তাদের শেয়ার বিক্রির পরিকল্পনা শুরু করেছে।

সূত্রের খবর অনুযায়ী, আদানির ইতিমধ্যেই পিটিসি ইন্ডিয়ার সঙ্গে ব্যবসা সংক্রান্ত খুঁটিনাটি বিষয়েও আলোচনা চলছে। শুধু তাই নয়, আদানি শেয়ারের জন্য বিড করতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। আদানির পাশাপাশি দেশের অন্যান্য ব্যবসায়িক গোষ্ঠীও এতে আগ্রহ দেখাচ্ছে। ব্যবসায়িক গ্রুপগুলোও তাদের নিজেদের দিক থেকেও কোম্পানির ব্যবসা সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে

এনটিপিসি লিমিটেড (এনটিপিসি লিমিটেড), এনএইচপিসি লিমিটেড (এনএইচপিসি লিমিটেড), পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া (পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া) এবং পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন (পিএফসি) এর পিটিসি ইন্ডিয়াতে 4.4% শেয়ার রয়েছে। এই সমস্ত সংস্থাগুলি তাদের অংশীদারিত্ব বিক্রির প্রক্রিয়ায় রয়েছে এবং এই মাসের শেষের দিকে সবকিছু সিদ্ধান্ত নেওয়া হবে।

 Adani PTC

আদানি গ্রুপ যদি PTC ইন্ডিয়ার অংশীদারিত্ব কিনে নেয়, তবে এটি দেশের পাওয়ার সেক্টরকে আরও শক্তিশালী করে তুলবে। আদানি গোষ্ঠী ইতিমধ্যেই দেশের জ্বালানি খাতে নিজেদের প্রতিপত্তি বজায় রেখেছে। আদানি গ্রুপ তাদের কয়লা খনির ব্যবসা আদানি ট্রান্সমিশনের মাধ্যমে ইতিমধ্যেই বিদ্যুৎ সঞ্চালন এবং বিতরণের ক্ষেত্রে একটি ল্যান্ডমার্ক তৈরি করেছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর