পাবজি খেলতে বাধা দেওয়ায় বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

বাংলাহান্ট ডেস্ক: ২৫ বছরের রঘুবীর কুম্বোর। সাংঘাতিক নেশা ছিল অনলাইন গেম পাবজি এর জন্য। রঘুবীর সারাক্ষণ বুঁদ হয়ে থাকতো এর পাবজি খেলার নেশায়। এই নিয়ে প্রায় দিনই বাড়িতে লেগে থাকত অশান্তি। রঘুবীর এর বাবা তাকে পাবজি খেলতে নিষেধ করত। তাই রাগের মাথায় বাবাকে খুন করল রঘুবীর।

images 37

রঘুবীর এর বাবার নাম শংকর আপ্পা কুম্বোর। কর্নাটকের বাসিন্দা। তিনি পেশায় ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। পাবজি খেলা নিয়ে রবিবার ছেলের সাথে অশান্তি চরমে ওঠে। রঘুবীর এর পরেই তার বাবার মাথা ও পা কেটে খুন করে।

স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, রঘুবীর যাতে পাবজি খেলতে না পারে তার জন্য বাড়ির ইন্টারনেট পরিষেবা কাটিয়ে দিয়েছিলেন রঘুবীর এর বাবা। এমনকি রঘুবীর এর ফোনও লুকিয়ে রেখেছিলেন। রেগে গিয়ে রঘুবীর বাড়ির সবাইকে একটি ঘরে বন্ধ করে দেন। এরপরে রঘুবীর তার বাবাকে কুপিয়ে খুন করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রঘুবীর কে গ্রেফতার করে। তবে পুলিশের অনুমান রঘুবীর মানসিক ভারসাম্যহীন।

সম্পর্কিত খবর