ফিরতে চলেছে PUBG! বড় খবর দিল দক্ষিণ কোরিয়ান সংস্থা

বাংলাহান্ট ডেস্কঃ কিছুদিন আগেই আরো ১১৭ টি অ্যাপের সাথে ব্যান করা হয়েছিল জনপ্রিয় PUBG mobile গেমটিকে। যার ফলে প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে নির্মাতা সংস্থাদের। এবার পাবজি মোবাইলের ফিরে আসা নিয়ে বড় সড় ইঙ্গিত দিল পাবজির নির্মাতা সংস্থা পাবজি মোবাইল কর্পোরেশন। বলে রাখি, পাবজির মূল সংস্থা দক্ষিণ কোরিয়ান ব্লু হোল। চীনের টেনসেন্ট গেমের সাথে একসাথে গেমটি চালাত তারা। চীনা যোগের জন্যই ব্যান করা হয় পাবজি

images 2020 09 08T120414.723

পাবজি কর্পোরেশন জানিয়েছে, তারা জানে এই মুহুর্তে সারা বিশ্ব এই ব্যানের দিকে তাকিয়ে আছে৷ তারা নিশ্চিত করে চীনের টেনসেন্ট গেমের সাথে পাবজি সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছে। খুব শীঘ্রই চীনের টেনসেন্ট কোম্পানির থেকে সমস্ত দ্বায়িত্ব তারা নিজেদের কাঁধে তুলে নেবে। যার ফলে পাবজি মোবাইলের সাথে চীনের কোনো সম্পর্কই থাকবে। দক্ষিণ কোরিয়ান এই কোম্পানির এমন অফিসিয়াল স্টেটমেন্টে ফিরে আসার সম্ভাবনা দেখছে ওয়াকিবহল মহল।

images 2020 09 08T120423.243

প্রসঙ্গত, PUBG ব্যানে ক্ষতির অঙ্ক শুনলে মাথা ঘুরে যেতে পারে যেকোনো মানুষের। এক পরিসংখ্যানের হিসেবে একদিনে চীনের ক্ষতির পরিমান ভারতীয় মুদ্রায় ১০,২৩,৫৪, ৭০,০০,০০০ টাকা। ডলারের হিসাবে এই ক্ষতি ১৪ বিলিয়ন মার্কিন ডলার। এখনো পর্যন্ত মোট ক্ষতির পরিমান ৩৪ বিলিয়ন ডলার।

images 2020 09 08T120433.920

সারা বিশ্ব থেকে প্রতিদিন কোটি কোটি টাকা আয় করে PUBG mobile. ২০২০ পর্যন্ত এই অনলাইন গেমের গ্লোবাল রেভিনিউ প্রায় ২২ হাজার কোটি। যার মধ্যে সবচেয়ে বেশী আয় হয় ভারত থেকে। গোটা বিশ্বে PUBG যত জন ডাউনলোড করেছেন তার ২৪ শতাংশ ভারতীয়। ভারতে এই গেমের ব্যান হওয়া তাই এই কোম্পানির অর্থনীতিতে এক বিশাল ধাক্কা। তাই যত শীঘ্রই সম্ভব চীনা সংসর্গ ত্যাগ করে ভারতে ফিরতে চাইছে পাবজি

 

সম্পর্কিত খবর