সার্বজনিক ক্ষমা চাইলে তবেই হবে মমতার প্রায়শ্চিত্ত, বাংলায় মৃতদেহ অমর্যাদায় সরব রাজ্যপাল

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (West bengal) মৃতদেহের সঙ্গে করা দুর্ব্যবহারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) ক্ষমা চাইতে হবে দাবী রাজ্যপাল জগদীপ ধনকরের (Jagdeep Dhankhar)। ওই মৃত ব্যক্তিরা যদি তাঁর পরিবারের লোকজন হতেন, তাহলে এটা করতে পারতেন?, নানাভাবে প্রশ্নবাণে মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জীকে জর্জরিত করলেন রাজ্যপাল। সম্প্রতি কলকাতা পৌর কর্পোরেশনের গাড়িতে লাশ রাখার সময়কারের একটি ভিডিও প্রকাশ পেতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল ফের সরব হয়ে ওঠেন।

https://twitter.com/jdhankhar1/status/1272044962725523456

প্রকাশিত ভিডিও
ভিডিওটিতে দেখা যায়, কলকাতার গড়িয়া শ্মশানের আবর্জনার বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে রাখার জন্য ১৪ টি মৃতদেহকে আকশি দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন কর্মচারীরা। এই ভিডিও প্রকাশ পেতেই নিন্দায় সরব হল রাজ্যপাল। তবে রাজ্য সরকার এই ভিডিওটিকে ভুয়া বলে দাবী করেছেন।

momota 3

ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল শনিবার একটি ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ক্ষমা চাইতে বলেন। কিন্তু এর কোন প্রতিক্রিয়া না পেয়ে তিনি রবিবার আবারও ট্যুইট করে বলেন, ”আকশি দিয়ে দেহ টেনে নিয়ে যাওয়ার ঘটনা সত্যি অকল্পনীয়। এই জন্য সরকারের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। এই বর্বরতা মানবজাতির কলঙ্ক।

https://twitter.com/jdhankhar1/status/1272045089045372930

ভিডিওগুলিকে ভুয়ো হিসাবে দাবী করা অবর্ণনীয় ভুল। গোটা ঘটনাটি একটি লজ্জাজনক দৃষ্টান্তের উদাহরণ। সরকারের প্রতিক্রিয়া রিমোট কন্ট্রোলে কাজ করছে। মানুষের ক্রোধের ধারণা করতে পারছে না সরকার। প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই সেটা ভাবা দরকার। মৃত ১৪ জনের কেউ যদি আপনার বাড়ির লোক হতেন?”

66dca90ef05b789493990921c95f994a

ট্যুইট ঝড়
শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনকর পুর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিমকে ডেকে পাঠালে, তিনি যাবেন না বলে জানিয়ে দেন। শনিবার সকালে নির্ধারিত সময়ে পুর কমিশনার বিনোদ কুমার রাজভবনে গিয়ে জানান, মৃতদেহগুলো করোনা আক্রান্ত নয়। এরপর চলতে থাকে ট্যুইট ঝড়। কখনও রাজ্যপালের ট্যুইটের খোঁচা খাচ্ছেন ফিরহাদ হাকিম, তো আবার কখনও পুরমন্ত্রী তোপ দাগছে রাজ্যপালের দিকে। এমনকি তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, দীনেশ ত্রিবেদীও সামিল হন এই ট্যুইট যুদ্ধে।

Smita Hari

সম্পর্কিত খবর