বাংলা হান্ট ডেস্ক: আইন কে কোনরকম তোয়াক্কা না করেই দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা বারবার উঠে এসেছে আমাদের সামনে। এদের মধ্যে বেশ কিছু ঘটনার আবার একে অপরের সাথে সাদৃশ্যও রয়েছে। সন্দেহের বশে দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। আজ আসানসোলের সালানপুরে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের।
প্রতিনিয়ত দেশজুড়ে চলেছে গণপিটুনির ঘটনা। এর থেকে রেহাই পায়নি বাংলাও, প্রতিদিনই এমন কোনো না কোনো খবর আমাদের সামনে আসে। এবার রাজ্য সরকার গণপিটুনি রুখতে কঠোর আইন আনতে চলেছে। যে আইনের দ্বারা কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে গণপিটুনিতে যুক্ত থাকা ব্যক্তিদের। যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু এতকিছুর পরেও গণপিটুনি রেশ কমছে না রাজ্যে। বুধবারই আসানসোলে যার শিকার হয়ে প্রাণ হারালেন এক যুবক।
এদিন সকালে আসানসোলের সালানপুরের দেনদুয়া রেলগেটের কাছে ঘটেছে ঘটনাটি। এলাকাবাসী চোর সন্দেহ করে এক যুবককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাকে রাস্তায় শুয়ে এলোপাথাড়ি লাথি মারাও চলে বলে জানা গেছে। প্রায় আধ ঘণ্টা ধরে চালানো হয় এই নির্মম অত্যাচার। ঘটনার খবর পেয়ে সালানপুর থানার পুলিশ যখন পৌঁছয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার সময় অনেকেই মোবাইলে ভিডিও তোলেন। সেই ভিডিওর সূত্র ধরেই তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তর দিনাজপুর গণপিটুনির ঘটনা ঘটেছিল। ছেলেধরা সন্দেহে উত্তর দিনাজপুরের চোপড়ায় দুই যুবককে বেধড়ক মারধর করার হয়েছিল। পুলিসের হস্তক্ষেপে কোনওক্রমে প্রাণে বাঁচলেও পুলিসের হস্তক্ষেপে কোনওক্রমে প্রাণে বাঁচলেও মাথা ফাটে পুলিশের।