বাংলা হান্ট ডেস্ক : আলো ঝলমলে কার্নিভাল। সেই কার্নিভালে সান্তা ক্লজের পোশাক পরে ইতিউতি ঘুরছেন কয়েকজন। জানা যায় তাঁরা খ্রিস্টান ধর্ম সম্পর্কিত কিছু বই বিতরন করছিলেন। আর তা দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে একদল লোক। সান্তার পোষাক পরিহিত কয়েক জনকে ধরে বেধড়ক পেটানো হল। শুধু তাই নয়, এর পাশাপাশি ‘জয় শ্রী রাম’ এবং ‘হর হর মহাদেব’ স্লোগান দিতে বাধ্য করা হল তাঁদের। ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) আহমেদাবাদে (Ahmedabad)।
প্রতি বছর আহমেদাবাদ পুরসভার আয়োজনে কাঙ্কারিয়া হ্রদের পাশে কাঙ্কারিয়া কার্নিভাল অনুষ্ঠিত হয়। এ বছরও গত ২৫শে ডিসেম্বর থেকে সেই কার্নিভাল চলছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নিজেই সেই কার্নিভালের উদ্বোধন করেন। জানা যাচ্ছে, সেই কার্নিভাল শুরুর দিন থেকেই দেখা যায় একদল খ্রিস্টান মিশনারিকে। সান্তা ক্লজের পোশাকে আসা খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান ধর্ম সম্পর্কিত বই ও লিফলেট বিলি করছেন কার্নিভালে আসা লোকদের। তা জানার পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন একদল লোক।
গত ৩০শে ডিসেম্বর কার্নিভালে আসা সান্তা ক্লজদের দেখা মাত্রই তাঁকে তাড়া করেন একদল লোক। দুইজন সান্তাকে ধরেও ফেলেন কয়েকজন। এরপর তাঁদের বেধড়ক পেটানো হয়। ইতিমধ্যে সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় যে মার খাওয়ায় পর ‘জয় শ্রী রাম’ এবং ‘হর হর মহাদেব’ স্লোগান দিচ্ছেন সান্তা ক্লজ। স্থানীয় কিছু মানুষ জানান, সান্তার ছদ্মবেশে এক দল খ্রিস্টান মিশনারি ধর্ম প্রচার করার কাজ চালাচ্ছিলেন। তবে এই ঘটনায় পুলিসের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই জানা যাচ্ছে।