বাংলা হান্ট ডেস্ক: ২০১১ সালের জনগণনার তথ্য উঠে এসেছি সকলের সামনে। এই তথ্য প্রমাণ করছে যে ২০১১ সালে প্রায় ৫.৬ কোটি ভারতীয় তাঁদের জন্ম রাজ্য ছেড়ে অন্য কোনও রাজ্যে গিয়ে উঠেছেন। Out Migration-এর তালিকায় উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান এবং মধ্যপ্রদেশের নাম রয়েছে প্রথম সারিতে। In-Migration-এর তালিকায় মহারাষ্ট্র, দিল্লি এবং গুজরাটের নাম রয়েছে সর্বোচ্চে।
এই প্রকাশিত তথ্যে অদ্ভুত এক ব্যাপার দেখা গেছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে, এ রাজ্যে আউট মাইগ্রেন্টস-এর সংখ্যা যেখানে প্রায় ১.৩ কোটি সেখানে ইন মাইগ্রেশনের সংখ্যা মাত্র ৪০ লাখ। নয়ডা এবং গাজিয়াবাদের উদ্দেশে মানুষ পাড়ি দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। জনগণনায় উঠে এসেছে যে বাংলা এবং অসমের তুলনায় তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ পড়াশোনা অথবা কর্মসূত্রে অন্য রাজ্য গিয়েছেন। অন্যদিকে উত্তরাখণ্ড, ছত্তিসগড় এবং ঝাড়খণ্ডে ইন অথবা আউট মাইগ্রেশন কোনটাই নেই।
দিল্লির অভিবাসী জনসংখ্যার বেশিরভাগই উত্তরপ্রদেশের বাসিন্দা (৪৫ শতাংশ)। এরপর রয়েছে মধ্যপ্রদেশ (৪১শতাংশ), মহারাষ্ট্র (৩১ শতাংশ) এবং গুজরাট (২৪ শতাংশ)। জনগণনায় আরো দেখা দিয়েছে যে বিহারের বাসিন্দারা বেশিরভাগই পশ্চিম বা উত্তরের থেকে পূর্ব ভারতের রাজ্যগুলিতে যেতে পছন্দ করছেন। শুধু উত্তর প্রদেশ কিংবা বিহার-ই নয় এই তালিকায় রয়েছে ঝাড়খণ্ড (৬২ শতাংশ), পশ্চিমবঙ্গ (৪৭ শতাংশ), অসম (৩১ শতাংশ)।