PPF’এ প্রতি মাসে ৯ হাজার করে জমালেই লাখপতি? দেখে নিন কত টাকা পাবেন রিটার্ন

বাংলাহান্ট ডেস্ক : ভবিষ্যতের জন্য আমাদের সবারই উচিত বিনিয়োগ করা। তবে বিনিয়োগের (Investment) আগে অবশ্যই দুটি জিনিস ভালো করে লক্ষ্য রাখা উচিত। একটি হল নিরাপত্তা, অন্যটি হল রিটার্ন। আপনি যে কষ্টার্জিত টাকা বিনিয়োগ করছেন সেটির নিরাপত্তা প্রাথমিক লক্ষ্য। তার সাথে অবশ্যই দেখতে হবে রিটার্নের বিষয়টি।

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (Public Provident Fund) বিনিয়োগ

আপনার সময় ও চাহিদা অনুযায়ী কোথায় বিনিয়োগ করলে ভালো রিটার্ন আসবে সেটি অবশ্যই আপনার জানা উচিত। এই দুটি ক্ষেত্রেই আপনাদের বিনিয়োগের সেরা মাধ্যম হতে পারে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) বা পিপিএফ। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত, অবসর তহবিলের জন্য পিপিএফের বিকল্প নেই। এই স্কিম সমর্থন করে কেন্দ্রীয় সরকার।

   

আরোও পড়ুন : “দামে কম, মানে ভালো”, সবথেকে সস্তায় দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান সামনে আনল BSNL, কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের

তাই এখানে থাকে সুনিশ্চিত নিরাপত্তা।  এখানে টাকা বিনিয়োগ করলে ঝুঁকির সম্ভাবনা থাকে না। তার সাথে মেলে ভালো রিটার্ন। বর্তমানে ৭.১ শতাংশ হারে সুদ মিলছে পিপিএফে (Public Provident Fund)। ত্রৈমাসিক ভিত্তিতে নির্ধারিত হয় পিপিএফের সুদের হার। একটি ত্রৈমাসিকে যদি বিনিয়োগকারী কম সুদ পান, তাহলে বেশি সুদ পেতে পারেন পরবর্তী ত্রৈমাসিকে।

আরোও পড়ুন : ‘তুমিও হেঁটে দেখো কলকাতা…,’ বিশ্বের সেরা ছুটির ডেস্টিনেশনের তালিকায় প্রথম পঁচিশে তিলোত্তমা

এছাড়াও এই স্কিমে রয়েছে সুদের ওপর সুদের সুবিধা। এই ব্যবস্থাই পিপিএফকে (Public Provident Fund) অন্যান্য স্বল্প সঞ্চয় স্কিম থেকে আলাদা ও অনন্য করে তুলেছে। এছাড়াও আয়কর আইনের ধারা ৮০সি-র আওতায় সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড়ের ব্যবস্থা রয়েছে। একটি পিপিএফের ম্যাচুরিটির মেয়াদ হল ১৫ বছর। ১৫ বছর পর দুবার পাঁচ বছর করে মেয়াদ বৃদ্ধি করার সুযোগ থাকে।

যারা দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করতে ইচ্ছুক তারা পিপিএফ বেছে নিতেই পারেন। মাত্র ৫০০ টাকা দিয়ে খোলা যায় পিপিএফ অ্যাকাউন্ট। বছরে ৫০০ টাকা জমা দিলেই সক্রিয় থাকে পিপিএফ অ্যাকাউন্ট। বছরে এখানে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এবার আপনি যদি প্রতিমাসে পিপিএফে ৯০০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে কত টাকা রিটার্ন পাবেন?

ppf How To Check Provident Fund Account Balance Online 1280x720

প্রতিমাসে ৯ হাজার টাকা করে বিনিয়োগ করলে বছরে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে মোট ১০৮০০০ টাকা। ১৫ বছরে আপনি মোট বিনিয়োগ করবেন ১৬,২০,০০০ টাকা। ৭.১ শতাংশ হারে সুদ হিসাবে আপনি সুদ পাবেন মোট ১২,২০,১১৩ টাকা। স্কিমের ম্যাচুরিটির পর আপনি মোট ফেরত পাবেন ২৮,৪০,১১৫ টাকা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর