বাংলা হান্ট নিউজ ডেস্ক :কয়েকটা মাস পরেই মহারাষ্ট্র হরিয়ানা এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন৷ ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনে তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে৷ তবে এই নির্বাচনে আবারও রাজ্যের ক্ষমতায় ফিরতে পারে ওই তিন রাজ্যের বিজেপি বাহিনী এমনটাই বলছে জনপ্রিয় ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দের সি ভোটার জনমত সমীক্ষা৷ মহারাষ্ট্র এবং হরিয়ানায় একেবারে নিশ্চিত থাকলেও ঝাড়খণ্ডে কিন্তু কিছুটা হলেও অনিশ্চয়তা রয়েছে এমনটাই বলছে জনমত সমীক্ষা৷ কারণ ঝাড়খণ্ডে যদি জোট না হয় সে ক্ষেত্রে বিরোধীদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে গেরুয়া বাহিনীকে৷
সূত্রের খবর চলতি সেপ্টেম্বর মাসের দশ তারিখের মধ্যে মহারাষ্ট্র হরিয়ানা ও ঝাড়খণ্ডের মোট 72 লোকসভা কেন্দ্র এ বার 459 বিধানসভা আসনেই সমস্ত ভোট দাতাদের সঙ্গে কথা বলেই এই সমীক্ষা রিপোর্টটি তৈরি করেছে এবিপি আনন্দ৷ যদিও এই সমীক্ষার সঙ্গে অনেক সময় বাস্তবের রূপরেখার কোনও মিল পাওয়া যায় না তবুও জনমতের আভাস পাওয়া যায় তাই মনে করা হচ্ছে আবারও ওই তিন রাজ্যে ছাপ ফেলতে চলেছে গেরুয়া শিবির৷ এক দিকে জোট না হলে হরিয়ানা ও মহারাষ্ট্রে বিজেপির আসন এক বারে পাকা, ঝাড়খণ্ড এগিয়ে রয়েছে কিন্তু সে ক্ষেত্রে যদি জোট হয় তা হলে মহারাষ্ট্র ও হরিয়ানায় বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারলেও, ঝাড়খণ্ডে অনিশ্চয়তা৷