বাংলাহান্ট ডেস্ক : যেকোনো পাবলিক প্লেসেই থাকে শৌচাগার বা টয়লেট। শপিংমল হোক কিংবা সিনেমা হল, শৌচাগারের (Public Toilet) প্রয়োজন হতে পারে যেকোনো সময়ে। কোথাও কোথাও মহিলা ও পুরুষদের টয়লেট থাকে আলাদা। তবে লক্ষ্য করলে দেখবেন টয়লেট, রেস্ট রুম বা বাথরুমের বাইরে WC শব্দটি লেখা থাকে অনেক জায়গায়।
বলতে পারবেন পাবলিক টয়লেটে (Public Toilet) এই WC কথার অর্থ কী?
একটা সময় ছিল যখন আমরা সবাই সাধারণ জ্ঞানের বই পড়তাম। তবে সময়ের সাথে সাথে সাধারণ জ্ঞানের বই পড়ার চল অনেকটাই কমে গিয়েছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে সাধারণ জ্ঞান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইন্টারভিউ রাউন্ডে এমন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যা অনেক সময় হতভম্ব করে দিতে পারে প্রার্থীকে।
আরোও পড়ুন : TRP তুলেও রেহাই নেই, মাত্র ৫ মাসেই শেষ করে দেওয়া হচ্ছে জলসার এই সিরিয়াল! কিন্তু কেন?
তাই আমরা আমাদের বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে সাধারণ জ্ঞানের না জানা প্রশ্ন ও উত্তর নিয়ে আসি যা অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারে সেইসব প্রার্থীদের জীবনে। লক্ষ্য করলে দেখা যাবে পাবলিক টয়লেটের (Public Toilet) বাইরে পুরুষ ও মহিলাদের শৌচাগার আলাদাভাবে চিহ্নিত করার জন্য বিশেষ প্রতীক ব্যবহার করা হয়ে থাকে।
আরোও পড়ুন : স্বমহিমায় মন্ত্রিসভায় ফিরছেন জেল ফেরত জ্যোতিপ্রিয়? জল্পনা উস্কে মমতা বলেই ফেললেন, ওকে…
টয়লেট ছাড়াও পুরুষ ও মহিলা শব্দটিও আবার লেখা থাকে কোথাও কোথাও। আবার বেশ কিছু জায়গায় টয়লেটের (Public Toilet) বাইরে লক্ষ্য করা যায় WC লেখাটি।অনেকেই হয়ত জানেন না এই WC কথাটির প্রকৃত অর্থ কী। আসলে শৌচালয় বা বাথরুমের রয়েছে একাধিক নাম। আদতে শৌচাগারেরই আরো একটি নাম WC।
WC কথাটির সম্পূর্ণ অর্থ হল ওয়াটার ক্লোজসেট। WC লেখাটি দিয়ে বোঝানো হয়ে থাকে যে এটি এমন একটি শৌচাগার যেখানে জলের ব্যবস্থা রয়েছে। আবার যদি টয়লেটের বাইরে WC (Water Closeset) লেখা না থাকে তাহলে বুঝতে হবে যে সেখানে জলের ব্যবস্থা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে।