ফ্রি ফ্রি ফ্রি! বাসে-ট্রেনে চড়ার খরচ নেই একটা টাকাও, এই দেশে বিনামূল্যে মেলে পাবলিক ট্রান্সপোর্ট

বাংলাহান্ট ডেস্ক : বাস হোক কিংবা ট্রেন, গণপরিবহনে চাপলে কাটতে হয় টিকিট। এমনকি টিকিট না কেটে ট্রেনে উঠে পড়লে গুনতে হয় জরিমানা। তবে কখনো ভেবে দেখেছেন যদি বাস-ট্রেনে বিনামূল্যে সফর করা যেত তাহলে কেমন হত! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন একটি দেশ রয়েছে যেখানে গণপরিবহন (Public Transport) সম্পূর্ণ বিনামূল্যে।

ফ্রি’তে গণপরিবহন (Public Transport)

এখানকার নাগরিকদের বাস বা ট্রেনে চড়তে কাটতে হয় না টিকিট। আমরা যে দেশের কথা বলছি সে দেশের বাসে থাকে না কোনো হেল্পার।  শুধুমাত্র একজন ড্রাইভার থাকেন বাসে। সিনএনজি অটো রিকশায় চাপলেও যাত্রীকে দিতে হয় না ভাড়া। এমনকি টিকিট কাটার গল্প নেই মেট্রো রেলেও। এবার নিশ্চই আপনারা ভাবছেন এমন রূপকথার দেশ কোথায় রয়েছে?

15615242t1hc0da

ইউরোপ (Europe) মহাদেশের লুক্সেমবার্গে সম্পূর্ণ ফ্রি গণপরিবহন (Public Transport)। এই দেশের নাগরিকদের বাস, ট্রেন, মেট্রোয় সফর করার জন্য টিকিট কাটতে হয় না। এমনকি লুক্সেমবার্গ  পৃথিবীর প্রথম দেশ যেখানে সম্পূর্ণ বিনামূল্যে গণপরিবহন ব্যবস্থা চালু করা হয়। দেশটির সরকার ২০২০ সালে গণপরিবহনের উপর থেকে ভাড়া ব্যবস্থা তুলে দেয়।

europe free public transport

প্রতিদিন প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ ব্যবহার করে থাকেন এখানকার গণপরিবহন। সেইসব যাত্রীদের গণপরিবহন ব্যবহারের জন্য টিকিট কাটতে হয় না। ট্রেনের ফার্স্ট ক্লাস কোচ ছাড়া অন্যান্য বাস, ট্রেন, ট্রামে টিকিট কাটতে হয় না যাত্রীদের। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে সে দেশের সরকার কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে গেল। এর পিছনে রয়েছে দুটি কারণ। একটি হল শহরের যানজট কমানো ও অপরটি দূষণ নিয়ন্ত্রণ।

আরোও পড়ুন : বলা হত “দ্বিতীয় তেন্ডুলকার”, অথচ করুণ অবস্থা ভারতের এই তারকা প্লেয়ারের, নিলামেও পেলেন না দল

২ হাজার ৫৮৬ বর্গকিলোমিটারের এই দেশটিতে প্রায় ৬ লক্ষ মানুষ বসবাস করেন। একটি সমীক্ষায় দেখা গিয়েছিল মাত্র ১৯ শতাংশ মানুষ ব্যবহার করেন গণপরিবহন। অধিকাংশ মানুষ যাতায়াত করেন নিজস্ব গাড়িতে। তাই শহরের রাস্তায় যানজট কমাতে এমন সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের এই সিদ্ধান্তের ফলাফলও মিলেছে হাতেনাতে। বর্তমানে দেশটির প্রায় ৮৫ শতাংশ যাত্রী যাতায়াত করছেন পাবলিক বাসে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর