বাংলা হান্ট ডেস্ক : মাত্র কয়েকটা দিন পরেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন৷ মহারাষ্ট্রে শিবসেনা এবং বিজেপি জোট এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রায় প্রতিটি আসন দখলে কার্যত মরিয়া হয়ে উঠেছে৷ তাই তো বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক টাকায় চিকিত্সা দশ টাকায় পেটপুরে খাবার পরিষেবার বার্তা দিতে ইস্তেহার প্রকাশ করল শিব সেনা৷ যদি শিবসেনা ও বিজেপি জোট ক্ষমতায় আসে সে ক্ষেত্রে তাঁরা এই প্রতিশ্রুতি পূরণে বদ্ধ পরিকর বলেও জানিয়ে দেওয়া হয়৷
শনিবার মুম্বইয়ে শিবসেনার বচন নামা অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিবসেনা জানিয়েছে যদি এ বারের বিধানসভা নির্বাচনে শিবসেনা এবং বিজেপির জোট জয়ী হয় সে ক্ষেত্রে রাজ্যের যুব সম্প্রদায় নারী শিক্ষা এবং কৃষকদের উন্নয়নের দিকে তাঁরা বিশেষ নজর দেবে৷ অর্থের অভাবে যে সমস্ত নারীরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে সক্ষম হন না তাদের বিশেষ ভাবে সাহায্য করা হবে পাশাপাশি বিদ্যুতের মাসুল কমানোও সহ একাধিক জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে৷
যদিও বিধানসভা নির্বাচনে শিবসেনা ও বিজেপি জোটকে পরাজিত করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কংগ্রেস তাই তো শিব সেনার বচন নামা প্রকাশ অনুষ্ঠানে শিবসেনার তরফ থেকে যে সমস্ত দাবি করা হয়েছে তা কার্যত খারিজ করে দিয়েছে কংগ্রেস৷ তাই তো বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেসের সঙ্গে এক হয়েছে কংগ্রেস৷ 21 অক্টোবর তারিখে বিধানসভা নির্বাচন, 24 অক্টোবরেই ফলাফল, তাই প্রায় আড়াইশোর কাছাকাছি আসনে প্রার্থী দেওয়া বিজেপি শিবসেনা জোট কতটা ভালো ফলাফল করতে পারে তা দেখা কার্যত সময়ের অপেক্ষা৷