গাড়ির চালকদের জন্য বড় খবর! সবসময় সঙ্গে রাখুন এই নথি, নাহলেই ১০ হাজার টাকা জরিমানা বা জেল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলি শেষ হতে না হতেই ফের দূষণ প্রচন্ড পরিমানে বেড়ে গিয়েছে দিল্লি এনসিআরে। এবারও দীপাবলিতে আতশবাজি না জানানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশ অমান্য করে অনেকেই রীতিমতো বাজি পুড়িয়েছেন। যার জেরে কার্যত কালো ধোঁয়ায় ভরে গিয়েছে দিল্লি। অনেকেরই চোখ জ্বালা এবং শ্বাসকষ্ট শুরু হয়েছে। বিশেষত যারা আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের ক্ষেত্রে আরও বেশি পরিমাণে দেখা দিচ্ছে নানা সমস্যা।

এমতাবস্থায় আর দূষণ যাতে না বাড়ে তার জন্য বড় ব্যবস্থা নিল পরিবহন মন্ত্রক। সমস্ত ধরনের গাড়ি চালকদের জন্য পি ইউ সি সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র বা পি ইউ সি সার্টিফিকেট না থাকলে জরিমানা এবং কারাবাস দুই হতে পারে চালকদের। এছাড়া কোন ক্ষেত্রে যদি দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র আপডেট করা না হয়ে থাকে সেক্ষেত্রেও চালকের লাইসেন্স তিন মাসের জন্য বাতিল করে দেওয়া হচ্ছে। দু চাকার বাইক কিম্বা চার চাকার গাড়ি সমস্ত চালকদের ক্ষেত্রেই এই নিয়ম বাধ্যতামূলক করেছে পরিবহন মন্ত্রক।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে কোন চালকের কাছে যদি আপডেটেড দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র না থাকে তাহলে সে ক্ষেত্রে তাঁর ছয় মাস জেল অথবা ১০ হাজার টাকা জরিমানা পর্যন্ত করা হতে পারে। এমনকি ঘটনা অনুসারে দুটি শাস্তি একসাথেও পেতে পারেন চালক। একটি গাড়ি থেকে কতখানি কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনো অক্সাইড বাতাসে মিশছে তা জানানোর জন্যই দেওয়া হয় পি ইউ সি সার্টিফিকেট। সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস, ১৯৮৯ অনুসারে চার চাকার BS-IV গাড়ির জন্য PUC শংসাপত্রের বৈধতা এক বছর এবং অন্যান্য যানবাহনের জন্য তিন মাস।

If the price of petrol exceeds Rs 200, one bike can carry three people: Bhabesh Kalita, Assam BJP leader

আসুন জানিয়ে রাখি কোন গাড়ির ক্ষেত্রে পি ইউ সি সার্টিফিকেট তুলতে কত খরচা পড়বেঃ

★পেট্রোল এবং সিএনজির দুই চাকার এবং তিন চাকার গাড়ির জন্য দূষণ পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।

★ডিজেল চালিত যানবাহনের ক্ষেত্রে শংসাপত্র তোলার জন্য খরচ পড়বে ১০০ টাকা

★কিভাবে পেট্রোল চালিত চারচাকা গাড়ির জন্য দূষণ পরীক্ষার সার্টিফিকেট তুলতে খরচ পড়বে ৮০ টাকা।

 

সম্পর্কিত খবর

X