রাহুল গান্ধীর কাছে মুখ্যমন্ত্রীর অভিযোগ করেছিলেন মহিলা, CM বললেন ও আমার প্রশংসা করছে

বাংলা হান্ট ডেস্কঃ পদুচেরিতে রাজনৈতিক সঙ্কট জারি আছে। আর এই সঙ্কটের মধ্যে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী পদুচেরি সফরে গিয়েছেন। তিনি সোলই নগরে মৎস্যজীবী সম্প্রদায় আর একটি মহিলা কলেজের ছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। পদুচেরির কংগ্রেসের মুখ্যমন্ত্রী নারায়ণস্বামীও ওনার সঙ্গে উপস্থিত ছিলেন। মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাতের সময় এমন এক ঘটনা ঘটে যায়, যেটি এখন সবার চর্চার বিষয় হয়ে উঠেছে। উল্লেখ্য, পদুচেরির মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী সেখানে সবার সামনে মিথ্যে কথা বলেন।

প্রসঙ্গত, মৎস্যজীবী সম্প্রদায়ের এক মহিলা রাহুল গান্ধীকে বলছিলেন যে, তিবার ঝড়ের পর সমুদ্র তীরবর্তী এলাকা এখনও লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। সরকার তাঁদের কোনও সহযোগিতা করছে না। মহিলা বলেন, ‘এটা সেই মুখ্যমন্ত্রী না? ঝড়ের পরে তিনি আমাদের দিকে একবারও তাকিয়েছিলেন?” মহিলা তামিল ভাষায় বলেন, যা রাহুল গান্ধী বুঝে উঠতে পারেন নি।

যেহেতু রাহুল গান্ধী তামিল ভাষা বোঝেন না, সেহেতু পদুচেরির মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী সেই সুযোগের ফায়দা নিয়ে রাহুল গান্ধীকে সবার সামনে অনুবাদ করার সময় মিথ্যে কথা বলেন। নারায়ণস্বামী বলেন, ‘মহিলা বলছেন, নিবার ঝড়ের সময় আমি ওদের এলাকায় গিয়েছিলাম, আর ওদের সহযোগিতা করেছি।” বিজেপি নেতা সিটি রবি নারায়ণস্বামীর বয়ান পাল্টানোর এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেন।

https://twitter.com/CTRavi_BJP/status/1362002762314096640

বিজেপি নেতা সিটি রবি ট্যুইটারে সেই ভিডিও শেয়ার করে লেখেন, ‘মিথ্যা কথা বলায় রাহুল গান্ধীর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন কংগ্রেসের নেতা।” এরপর তিনি মহিলার সম্পূর্ণ বক্তব্য ইংরেজি ভাষায় অনুবাদ করে দেন।

Baisakhi Dutta

সম্পর্কিত খবর