নির্বাচনের আগেই ভেঙে পড়ছে সরকার! একের পর এক বিধায়কের ইস্তফায় জেরবার শাসক দল

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র শাসিত রাজ্য পুদুচেরিতে বিধায়ক এ জন কুমার মঙ্গলবার বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে দেন। ওনার ইস্তফা দেওয়ার পর পুদুচেরিতে ভি নারায়ণস্বামীর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাল। কারণ ৩০ সদস্যের বিধানসভায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীর কাছে এখন মাত্র ১৪ টি বিধায়কের সমর্থন আছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৫ জন বিধায়কের সমর্থন দরকার। কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী পুদুচেরি সফরে যাচ্ছেন, আর তাঁর আগেই কংরেসের বিধায়ক ইস্তফা দিয়ে দেন।

V Narayanswami
V-Narayanswami

বলে রাখি, দুই দিনে দুই বিধায়কের ইস্তফার পর বিধানসভার সদস্য সংখ্যা ২৮ হয়ে যায়। আর সেই কারণে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ১৫ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। কিন্তু ক্ষমতায় থাকা কংগ্রেস এবং তাঁদের সহযোগী দলের কাছে মাত্র ১৪ জন বিধায়কের সমর্থন আছে।

জন কুমার ২০১৯ সালে হওয়া উপনির্বাচনে কামরাজ নগর আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আর বুধবার পুদুচেরিতে নির্বাচনী প্রচারের জন্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর সফরের আগে তিনি পদত্যাগ করেন। এই নিয়ে চারজন কংগ্রেসের বিধায়ক ইস্তফা দিলেন। দলের বরিষ্ঠ বিধায়ক মল্লাডি কৃষ্ণার পদত্যাগের পর জন কুমার ইস্তফা দেন। তিনি প্রথমে স্বাস্থ্যমন্ত্রীর পদ ছেড়েছিলেন, আর এবার বিধানসভা থেকে ইস্তফা দেন।

আধিকারিক সুত্র অনুযায়ী, জন কুমার বিধানসভার অধ্যক্ষ ভিভি শিবাকলুন্ধুকে ওনার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন এবং নিজের হাতে লেখা পদত্যাগপত্র দেন। বিধানসভা অধ্যক্ষ বলেন, তিনি সেই ইস্তফাপত্র খতিয়ে দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। বিধানসভার অধ্যক্ষ বলেন, তিনি মল্লাডি কৃষ্ণ রাওয়ের ইস্তফা সোমবার রাতে পেয়েছেন।

কুমারের ইস্তফার পর সদনে কংগ্রেসের সদস্য সংখ্যা ১০ হয়ে গিয়েছে এবং বিধানসভায় ক্ষমতায় থাকা কংগ্রেস জোট আর বিরোধী দলের ১৪ জন করে সদস্য হয়ে গিয়েছে।

Baisakhi Dutta

সম্পর্কিত খবর