করোনার জন‍্য আটকে বিয়ে, অনুষ্ঠানের সব টাকা করোনা মোকাবিলায় দান করলেন পূজা-কুণাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের (marriage) অনুষ্ঠান (function) হওয়ার কথা ছিল এই সময়েই। গত ১৪ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন পূজা ব‍্যানার্জি (puja banerjee) ও দীর্ঘদিনের প্রেমিক কুণাল বর্মা (Kunal verma)। কিন্তু করোনার (corona) কাঁটায় তা আর সম্ভব হল না। তাই বিয়ের অনুষ্ঠানের সব টাকা করোনা মোকাবিলার জন‍্য দান করে দিলেন তাঁরা।


সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন পূজা। সেখানে দেখা গিয়েছে, কুণালের সঙ্গে সিঁদুর খেলছেন তিনি। ছবিটি প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, এটি গতবারের দূর্গাপুজোর দশমীর ছবি। সেই সঙ্গে তিনি আরও বলেন, সেদিনই তাদের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কিন্তু তা আর হল না। তবে এক মাস আগেই রেজিস্ট্রি করে রাখায় এখন তারা আইনত স্বামী স্ত্রী।

https://www.instagram.com/p/B8D4EngAyNO/?igshid=7yu7ms8w3dbj

করোনার কারনে যারা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন ও যারা এখনও প্রাণের জন‍্য লড়ে যাচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর কথাও বলেছেন পূজা। সেইসঙ্গে তিনি ঘোষনা করেন যে টাকাটা বিয়ের জন‍্য তারা খরচ করতেন সেটা এখন যারা অসহায় তাদের সাহায‍্যার্থে দান করছেন তারা।

https://www.instagram.com/p/B-JmUNoAh1i/?igshid=w0imeczqmw8

এরপরেই প্রশংসা উপচে পড়েছে পূজা ও কুণালের জন‍্য। নেটিজেনরা এই সিদ্ধান্তের জন‍্য ধন‍্য ধন‍্য করেছেন তাদের। অনুরাগীরাও বাহবা জানিয়েছেন এই যুগলকে, সেইসঙ্গে তাদের আগামী জীবনের জন‍্য শুভেচ্ছাও জানিয়েছেন।
প্রসঙ্গত, এর আগেই বাগদান সেরে ফেলেছিলেন পূজা ও কুণাল। কিন্তু তারপরে আর সময় না পাওয়ায় তার ৩ বছর পরে বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা ছিল তাদের। আন্তর্জাতিক নারী দিবসে নিজের বিয়ের খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন পূজা।

https://www.instagram.com/p/B_AQpP0Anj2/?igshid=1xe1kg8oiqf8y

ক্যাপশনে লেখেন, ‘নারী দিবসে এই বড় খবরটা সকলের সঙ্গে শেয়ার করতে চাই। আমি মেয়ে, বোন, বান্ধবী সব দায়িত্ব পালন করেছি, এবার পালা স্ত্রীয়ের দায়িত্ব পালন করার। কুণাল বর্মা, তুমি আমাকে সম্পূর্ণ করেছ। চিরদিন একসঙ্গে থাকার অঙ্গীকার নেওয়ার সময় এসে গিয়েছে। আমরা বিয়ে করতে চলেছি। আপনাদের সবার শুভকামনা চাই।’

X