মুখে খিলখিল মিষ্টি হাসি, ছেলে কৃশিবকে কোলে নিয়ে নববর্ষের শুভেচ্ছা জানালেন পূজা

বাংলাহান্ট ডেস্ক: গত অক্টোবরেই পূজা ব‍্যানার্জির (puja banerjee) কোল আলো করে এসেছে তাঁর প্রথম সন্তান, কৃশিব (krishiv)। কৃষ্ণ ও শিবের মেলবন্ধনে ছেলের নাম রেখেছেন পূজা। দিন কয়েক আগেই পাঁচ মাসে পড়েছে কৃশিব। শিবরাত্রির দিনই জন্মদিন ছিল তার। জন্মদিনের কেক কাটার কয়েকদিন পরেই ধুমধাম করে অন্নপ্রাশন হয় কৃশিবের।

অন্নপ্রাশনের পর পালা ভাত খাওয়ার। আর তাতেই নাজেহাল অভিনেত্রী। ছেলেকে খাওয়াতে গিয়ে প্রায় ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা পূজার। তবে মার অবস্থাকে থোড়াই কেয়ার করছে কৃশিব। সারা মুখে গালে খাবার মেখে কখনো মুখ ফুলিয়ে আবার কখনো খিলখিল হেসে ক‍্যামেরার সামনে পোজ দিয়েছে সে।

IMG 20210415 182722
ছেলের দুষ্টুমির একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পূজা। সেখানেই এমন খাবার মাখা অবস্থায় দেখা গিয়েছে কৃশিবকে। পোস্টের ক‍্যাপশনে পূজা লিখেছেন, ‘তুমি খাওয়া শুরু করার পর যা হবে ভেবেছিলাম ঠিক তেমনটাই হল’। কৃশিবের এই মিষ্টি ছবিগুলো দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন পূজার সতীর্থরা। কমেন্ট করেছেন অনিতা হাস‍্যানন্দানি, আদা খানরা।

https://www.instagram.com/p/CNr4IM2gi9n/?igshid=8lqtqo6o04ab

পয়লা বৈশাখ উপলক্ষেও ছবি শেয়ার করেছেন পূজা। বাঙালির নববর্ষের পাশাপাশি গঙ্গোর উৎসব পালন করতেও দেখা গিয়েছে তাঁকে। একেবারে ট্র‍্যাডিশনাল সাজে ধরা দিয়েছেন পূজা। ধূসর রঙের শাড়ি ও গোলাপি ব্লাউজের সঙ্গে হালকা গয়নাতে সেজেছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CNr8jQMp3pq/?igshid=jhp4pt0b36d2

অপরদিকে পূজার স্বামী কুণাল ভার্মা স্ত্রী ও ছেলের একটি ছবি শেয়ার করেছেন অনুরাগীদের জন‍্য। ছোট্ট কৃশিবকে কোলে নিয়ে হাসিমুখে ক‍্যামেরার জন‍্য পোজ দিয়েছেন পূজা। নজর কেড়েছে কৃশিবের মুখের মিষ্টি হাসিও। সবাইকে গঙ্গোর ও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কুণাল।

Niranjana Nag

সম্পর্কিত খবর