সোনাক্ষীকে তারকা বানাতে আমার সতীত্ব বেচে দিয়েছেন শত্রুঘ্ন সিনহা, ভয়ঙ্কর অভিযোগ পূজার

বাংলাহান্ট ডেস্ক: ফের বিষ্ফোরক পূজা মিশ্রা (Puja Mishra)। বলিউডের সম্মানীয় শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) পরিবারের দিকে আঙুল তুলে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন তিনি। প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী অভিযোগ করেছেন, মেয়ে সোনাক্ষী সিনহাকে তারকা বানানোর জন‍্য তাঁর সতীত্ব বিক্রি করে দিয়েছেন সদ‍্য নির্বাচিত তৃণমূল সাংসদ!

ফিরে চলুন ২০২০ তে। সদ‍্য প্রয়াত হয়েছেন সুশান্ত সিং রাজপুত। বলিউডের নানান লুকনো দিক প্রকাশ‍্যে আসছে একে একে। তখনি আচমকা বোমা ফাটান পূজা। ২০১৯ এ তিনি দাবি করেছিলেন, সলমন খান, সোহেল খান তাঁকে ধর্ষণ করেছিলেন। সোনাক্ষীকে তারকা বানানোর জন‍্য তাঁর মা পুনম সিনহা নাকি সলমনদের কাছে বেচে দেন পূজাকে।

IndiaTv0e5f1f sonakshi pooja mishra
এমনকি সেলিম খান ও শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি। সুশান্তের মৃত‍্যুর পর ফের সলমনের বিরুদ্ধে নেপোটিজমের অভিযোগ তুলে সরব হন পূজা। এই দু বছর চুপচাপই ছিলেন তিনি। হঠাৎ করেই আবারো মুখ খুলেছেন পূজা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, সিনহা পরিবার তাঁর জীবন ও কেরিয়ার বরবাদ করে দিয়েছে। বর্ষীয়ান অভিনেতা ও তাঁর পরিবার মিলে তাঁর সঙ্গে ‘যৌন কেলেঙ্কারি’ করেছেন। মাদক খাইয়ে ধর্ষণ করা হত তাঁকে। তাঁর সতীত্ব বেচেই মেয়ে সোনাক্ষীকে স্টার বানিয়েছেন শত্রুঘ্ন, অভিযোগ পূজার।

সাক্ষাৎকারে তিনি জানান, আয়কর দফতরের আধিকারিক হওয়ার দরুন তাঁর বাবা শত্রুঘ্ন সিনহা ও তাঁর বন্ধুবান্ধবদের কয়েকশো কোটি টাকার কর লোকাতে সাহায‍্য করেছিলেন। কিন্তু অকৃতজ্ঞ সিনহা পরিবার প্রায় ২০ বছর ধরে পূজাকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে।

Shatrughan Sinha
সোনাক্ষীর মা পুনম সিনহা নাকি পূজার বাবাকে বলেছিলেন, বলিউডে যারা কাজ করেন তারা ‘বেশ‍্যা’। অথচ তাঁর নিজের মেয়েই তো এখন ইন্ডাস্ট্রিতে রয়েছেন, বক্তব‍্য পূজার। তিনি যদি সিনহাদের থেকে বেশি খ‍্যাতি পেয়ে যান সেই ভয়ে তাঁর উপরে কালো জাদু পর্যন্ত করেছিলেন শত্রুঘ্ন ও পুনম, দাবি পূজার।

প্রাক্তন বিগ বস প্রতিযোগীর দাবি, তাঁর কাছ থেকে ৩৫ টি ছবি, স্পনসর সব কেড়ে নিয়েছিলেন শত্রুঘ্ন ও পুনম সিনহা। গত দু দশক ধরে এই অত‍্যিচার সহ‍্য করছেন তিনি। অন‍্য কেউ হলে হয়তো আত্মহত‍্যাই করে নিত বলে মন্তব‍্য করেন পূজা। যদিও এই বিষ্ফোরক অভিযোগের উত্তরে এখনো পর্যন্ত কোনো মন্তব‍্য করেননি শত্রুঘ্ন সিনহা।


Niranjana Nag

সম্পর্কিত খবর