‘সোনাক্ষীকে তারকা বানানোর জন‍্য সলমন ও সোহেল খান মিলে আমাকে ধর্ষণ করেছেন’, বিষ্ফোরক পূজা!

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর বলিউড ইন্ডাস্ট্রির নানা লুকনো দিক প্রকাশ‍্যে এসেছে। ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে। সলমন খানের (salman khan) পরিবারের দিকে স্বজন পোষন ও ক্ষমতার অপব‍্যবহারের অভিযোগ উঠেছে একাধিকবার।
এরই মাঝে সলমনের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ এনেছেন মডেল অভিনেত্রী পূজা মিশ্রা (puja mishra)। গত বছরই তিনি অভিযোগ করেছিলেন সলমন খান ও সোহেল খান মিলে তাঁকে ধর্ষণ করেছেন। এবার ফের বলিউডে নেপোটিজম নিয়ে সলমন খানের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন পূজা।

গত বছর একটি লাইভ ভিডিওতে মডেল তথা বিগ বসের প্রাক্তন প্রতিযোগী পূজা মিশ্র ভয়ংকর অভিযোগ এনেছিলেন সলমনের বিরুদ্ধে। তিনি দাবি করেন, সোনাক্ষী সিনহাকে তারকা বানানোর জন‍্য সোনাক্ষীর মা পুনম সিনহা তাঁকে বিক্রি করে দেন সলমনদের কাছে।

https://youtu.be/zkUAAlUKvOQ

২০০৯ সালে সলমন ও তাঁর ভাই সোহেল মিলে তাঁকে ধর্ষন করেন। সেলিম খান ও শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধেও ধর্ষনের অভিযোগ এনেছিলেন পূজা। সলমন ছাড়া তিনজন ক‍্যামেরাম‍্যানের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ আনেন তিনি। তিনি জানান, পানীয়তে ড্রাগ মিশিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছিল। তাঁর এই অভিযোগে কার্যত তোলপাড় হয়ে গিয়েছিল নেটদুনিয়া। তুমুল ভাইরাল হয়েছিল পূজার ভিডিও। এখন সুশান্তের মৃত‍্যুর পর ফের বলিউডে নেপোটিজম নিয়ে সরব হয়েছেন পূজা।

https://youtu.be/HJsOSrTEtho

অপরদিকে এর আগেই সলমনের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ আনেন জিয়ার মা রাবিয়া খান। ২০১৩ সালে মৃত‍্যু হয় জিয়া খানের। রাবিয়া জানান, ২০১৫ তে তাঁকে লন্ডন থেকে ফের ডেকে আনা হয়। তিনি দাবি করেন, জিয়ার মৃত‍্যুর তদন্তকারী এক সিবিআই অফিসার তাঁকে জানান সলমন ফোন করে তাঁকে প্রতিদিন বলছেন সুরজ পাঞ্চোলিকে জেরা না করতে। সুরজের পেছনে তাঁর অনেক টাকার বিনিয়োগ আছে। সুরজের কিছু হলে সলমনের টাকা নষ্ট হবে।
উল্লেখ‍্য, সলমনের প্রযোজনা সংস্থার হাত ধরেই বলিউডে পা রাখেন আদিত‍্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলি। জিয়ার মৃত‍্যুতে তাঁকে নিজেদের হেফাজতে রেখেছিল পুলিস। জানা যায়, অর্থের বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়ার আবেদন করেন সলমন। জিয়ার মৃত‍্যুর পরেই জামিন পেয়ে বলিউডে অভিষেক করেন সুরজ।
জিয়ার মা রাবিয়া আরও দাবি করেছেন, এভাবে অর্থ ও ক্ষমতার বিনিময়ে তদন্ত বন্ধ করে দেওয়া হয় তাহলে ভবিষ‍্যতে আরও নিরীহ প্রাণ শেষ হয়ে যাবে। এবার সময় এসেছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

সম্পর্কিত খবর

X