চিরকাল ফার্স্ট গার্ল, মাত্র ২১ বছরেই IAS! তারপরেই পূজার সাথে যা যা হল….জানলে চোখ কপালে উঠবে

বাংলাহান্ট ডেস্ক: চিরকাল সব পরীক্ষায় দখল করেছেন প্রথম স্থান। মাত্র ২১ বছর বয়সে আইএএস (IAS) হয়ে নাম তুলেছেন লিমকা বুক অফ রেকর্ডসে। হাজার হাজার UPSC পড়ুয়ার জীবনে হয়ে উঠেছিলেন অনুপ্রেরণা। তবে এহেন বুদ্ধিমতি মহিলা আইএএস অফিসারের ঠাঁই হল জেলে। সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে ২৮ মাস হাজতবাস করতে হল এই আইএএস অফিসারকে।

পূজা সিঙ্ঘলের (Puja Singhal) জীবন

তবে শেষমেষ ২৮ মাসের জেল যাত্রার পর জামিনে মুক্ত হলেন পূজা সিঙ্ঘল (Puja Singhal)। ঝাড়খণ্ড ক্যাডারের আইএএস পূজা সিঙ্ঘলের নাম জড়িয়ে যায় মনরেগা দুর্নীতি মামলায়। দুর্নীতির তদন্ত করতে নেমে ইডির হাতে গ্রেপ্তার হতে হয় পূজাকে।। মনরেগা প্রকল্পের অর্থ মানি লন্ডারিংয়ের অভিযোগ ওঠে পূজা সিঙ্ঘলের বিরুদ্ধে।

Puja Singhal

দুর্নীতি মামলায় নাম জড়িয়ে যাওয়ার পর পূজাকে (Puja Singhal) বহিষ্কার করা হয় চাকরি থেকে। ইডি অফিসারেরা ২০২২ সালের ১১ মে গ্রেপ্তার করেন পূজাকে। ২৮ মাস জেলবন্দী থাকার পর ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি। জামিন পাওয়ার পর ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মেধাবী এই আইএএস অফিসার।

আরোও পড়ুন : ‘বলিউড থেকে দূরে থাকো, এরা তোমায়…’, ঐশ্বর্যকে সাবধান করেছিলেন এই অভিনেতা! কীসের ভয় পেয়েছিলেন তিনি?

উত্তরাখণ্ডের (Uttarakhand) দেরাদুনের বাসিন্দা পূজা ছোটবেলা থেকেই ছিলেন তুখোর মেধাবী ছাত্রী। প্রতিটি পরীক্ষায় চিরকাল প্রথম স্থান অর্জন করে আসা পূজা দেরাদুনের গাড়ওয়াল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হন। ১৯৯৯ সালে প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসে মাত্র ২১ বছর বয়সে আইএএস হন পূজা।

আরোও পড়ুন : ‘একজন হাফ প্যাসেঞ্জার …’ নাম না করেই আরাবুলকে নিশানা শওকতের, বিঁধলেন নওশাদকেও

এত কম বয়সে আইএএস হওয়া পূজা তাঁর কৃতিত্বের জন্য নাম তুলে ফেলেছিলেন লিমকা বুক অফ রেকর্ডসে। পূজার প্রথম পোস্টিং হয় ঝাড়খণ্ডের হাজারিবাগে। ২০০৯ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের ১৪ জুলাই পর্যন্ত খুঁটি জেলার ডেপুটি কমিশনার থাকাকালীন তাঁর বিরুদ্ধে ওঠে দুর্নীতির অভিযোগ। ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হন তিনি।

IAS Pooja Story 2024 12 2aecd4540bc523bb21062532d6c4fc20

এমনকি চাতরা জেলার ডেপুটি কমিশনার থাকাকালীনও তাঁর বিরুদ্ধে ওঠে ৪ কোটি টাকা তছরুপের অভিযোগ। পাশাপাশি পালামৌ-এর একটি খনি প্রকল্পে বেআইনি ভাবে জমি বরাদ্দের অভিযোগও রয়েছে পূজার বিরুদ্ধে। দুর্নীতির তদন্তে নেমে ইডির হাতে ২০২২ সালের ১১ মে গ্রেপ্তার হন পূজা। অবশেষে ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর