কোহলির অধিনায়কত্ব নিয়ে বোর্ডকে ফোন করা দুই খেলোয়াড়ের নাম এবার এলো প্রকাশ্যে

বাংলা হান্ট ডেস্কঃ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর সরাসরি সাংবাদিক বৈঠকে খেলোয়াড়দের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি এও বলেছিলেন, অনেক খেলোয়াড়ের মধ্যেই জেতার মানসিকতা নেই। সব সময় আউট হয়ে যাব ভেবে খেললে হয় না, তাহলে বোলাররা মাথায় চেপে বসবে। তার এই বক্তব্য মেনে নিতে পারেননি অনেকেই, এমনকি দলের মধ্যেও শুরু হয়েছিল মতবিরোধ।

এর আগেই সংবাদমাধ্যমে এ কথা সামনে এসেছিল যে দলের দুজন অভিজ্ঞ খেলোয়াড় কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন বোর্ড সচিবের কাছে। সচিব জয় শাহকে ফোনে তারা জানিয়েছিলেন, কোহলি এখন আর একজন প্রেরণাদায়ক অধিনায়ক নন। মাঠের বাইরে কোহলিকে পাওয়া যায় না বলেও অভিযোগ তুলেছিলেন তারা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তারা নাকি এও জানিয়েছিলেন যে মহেন্দ্র সিংহ ধোনির দরজা সবসময় খেলোয়াড়দের জন্য খোলা থাকতো। কিন্তু মাঠের বাইরে রণনীতি নিয়ে আলোচনা করার জন্য কোহলিকে সব সময় পাওয়া যায় না।

IMG 20210827 230924

এতদিন পর্যন্ত এই খেলোয়াড়দের নাম প্রকাশ্যে আসেননি, কিন্তু এবার সামনে এলো সেই নাম দুটি। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস একটি রিপোর্টে দাবি করেছে, এই দুই খেলোয়াড়ের নাম অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পুজারা। অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পুজারাই অভিযোগ তুলেছিলেন কোহলিকে নিয়ে। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাত্র ১৭০ রানেই অলআউট হয়ে গিয়েছিল ভারতীয় দল। বিশেষত দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট তারা হারিয়েছিল মাত্র ৯৯ রানে। যার ফলে ম্যাচ জেতা অনেকটাই সহজ হয়ে যায় নিউজিল্যান্ডের কাছে। আর তার পরেই খেলোয়াড়দের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কোহলি।

virat rahane 1515814335

যদিও কোহলি নিজেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত সকলকে জানিয়েছেন। কিন্তু অনেকের মতে বোর্ড সচিবদের প্রসঙ্গে সিনিয়র খেলোয়াড়দের এই ফোনালাপের পর অনেকটাই একঘরে হয়ে গিয়েছিলেন কোহলি। দু-দুজন অভিজ্ঞ খেলোয়াড় এভাবে প্রশ্ন তোলায় স্বাভাবিকভাবেই ভাবিত হয়ে পড়েছিল বোর্ডও।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর