নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক রেকর্ড গড়লেন এই ভারতীয় ক্রিকেটার, কেউই ছুঁতে চাইবে না

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কানপুরে আজ ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচের শেষ দিন। এই সিরিজে অনেক তারকা ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে ভারতের সিনিয়র ব্যাটসম্যানদের ওপর রান করার বড় দায়িত্ব ছিল, কিন্তু অনেক প্রত্যাশা থাকা এক তারকা ব্যাটার গোটা ম্যাচে তার পারফরম্যান্সে সবাইকে হতাশ করেছেন। এই ক্রিকেটারের নামের সাথে একটি বাজে রেকর্ডও যুক্ত হয়েছে।

গত বেশ কয়েকটি সিরিজ জুড়েই নীরব চেতেশ্বর পূজারার ব্যাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারা মাত্র ২৬ রান করেন এবং টিম সাউদির বলে আউট হয়ে ফিরে যান। তখন তার বিরুদ্ধে নেতিবাচক ব্যাটিং করার অভিযোগ ওঠে। কিন্ত দ্বিতীয় ইনিংসে ইতিবাচক ভাবে শুরু করার পরেও তিনি মাত্র ২২ রান করে ড্রেসিংরুমে ফেরেন। প্রথম ইনিংসে সাউদির শিকার হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে তিনি কাইল জেমিসনের বলে আউট হন তিনি। বিরাট কোহলির অনুপস্থিতিতে তাঁর কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল ভারতীয় ক্রিকেট ভক্তদের কিন্তু আবারও একবার হতাশ করলেন তিনি।

   

Pujara

তার সাথে সাথে টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার-দের মধ্যে অন্যতম একজন হিসাবে চেতেশ্বর পূজারা এমন এক লজ্জাজনক রেকর্ড গড়েছেন, যেটি কোনো ভারতীয় ব্যাটসম্যানই নিজের নামের পাশে চাইবেন না। ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে গিয়ে সেঞ্চুরি না করেই সবচেয়ে বেশি ইনিংস খেলার রেকর্ড গড়েছেন পূজারা। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে খেলা ৩৯ টি টেস্ট ইনিংসে পূজারা ব্যাট হাতে একটিও শতরান করেননি। এতদিন এই রেকর্ড ছিল প্রাক্তন ভারত অধিনায়ক অজিত ওয়াদেকরের। কিন্তু প্রথম টেস্টের পর তাকে ছুঁয়ে ফেলেছেন পূজারা। এর আগে ওয়াদেকর ১৯৬৮ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত একটিও সেঞ্চুরি না করে দলে থেকেছেন।

এই মুহূর্তে কিউয়ি ব্যাটাররা ম্যাচ বাঁচানোর লড়াই লড়ছেন গ্রিন পার্কে। ভারতের মাটিতে টেস্ট বাঁচাতে ‘ব্লকাথন’ নীতির শরণাপন্ন হয়েছেন তারা। কাল এক উইকেট খোয়ানোর পর থেকে আজ সকালে মাত্র এক উইকেট হারিয়েছে নিউজিল্যান্ডে। ওপেনার টম ল্যথাম অপরাজিত রয়েছেন। তার সাথে রয়েছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩ নম্বরে নামা উইলিয়াম সমারভিল আউট হয়েছেন ৩৬ রান করে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর